দেওগাঁওয়ে সুফিদের রক্তদান শিবির

রাঙ্গালিবাজনা, ২৩ মার্চঃ সুফি সংগঠন ভারতীয় মানসুরিয়া আঞ্জুমানের উদ্যোগে ফালাকাটার দেওগাঁও-২ নম্বর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ষষ্ঠ মহবুবিয়া সম্মেলন। শনিবার সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত হয় রক্তদান শিবির, কবি বাসর ও ধর্মীয় আলোচনাচক্র। রক্তদান শিবিরে সংগৃহীত হয় ৫১ ইউনিট রক্ত। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ফজলুল ইসলাম বলেন, ‘বর্তমানে রক্তের অভাব পরিলক্ষিত হচ্ছে। তাই ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সংগৃহীত ৫১ ইউনিট রক্ত আলিপুরদুয়ার ব্লাড ব্যাংকে জমা রাখা হবে।’এদিন কবি বাসরে অংশ নেন ভূটানীরঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক তথা কবি জগদীশ আশোয়ার। ধর্মালোচনাচক্রে বক্তব্য রাখেন বর্ধমানের পির খাজা খুরশিদ আলম চিশতি।

সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হোসেন



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HNifX3

March 23, 2019 at 10:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top