ঢাকা, ১৩ মার্চ- দশ বছরের বেশি সময় ধরে ক্যারিয়ারে ভাটা চলছে অভিনেত্রী সিমলার। অনেকদিন হয় নতুন সিনেমাতে কাজ করেননি। সর্বশেষ তাকে দেখা যায় নিষিদ্ধ প্রেমের গল্প নামের একটি ছবিতে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী একজন নায়িকা হয়ে ক্যারিয়ারের এই পতন হতাশায় নিমজ্জিত করেছে সিমলাকে। কয়েকদিন আগে চট্টগ্রামে ঘটে যাওয়া বিমান ছিনতাইয়ের ঘটনায় জড়িত পলাশের কারণে আলোচনায় আসেন এ অভিনেত্রীও। কারণ বিমান ছিনতাইয়ের সঙ্গে জড়িত সেই যুবকের সঙ্গে বিয়ের খবরও প্রকাশ পায় সিমলার। তবে সে সময়ে তিনিা জানান, সেই সংসার আর নেই তাদের। নানা কারণে দাম্পত্যজীবনের সম্পর্ক টিকিয়ে রাখতে পারেননি তারা। খোঁজ নিয়ে জানা গেল, বর্তমানে দেশে নেই সিমলা। ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন তিনি। সেখানে মীরা রোড নামে এলাকায় অনেকদিন ধরেই বাস করছেন তিনি। সিমলার ভাষ্যমতে, গত বছর ১৫ই নভেম্বর পলাশ ও তার ডিভোর্স হয়েছে। এদিকে কবে দেশে ফিরবেন এবং কাজ নিয়ে পরিকল্পনা কি জানতে চাইলে মুম্বাই থেকে মুঠোফোনে সিমলা বলেন, আমি এপ্রিলে ঢাকায় ফিরে কাজ শুরু করব। বর্তমানে মুম্বইয়ের মীরা রোডের একটি বাসায় থাকি আমি। কিছুদিন পর এখানে সফর নামে আমার অভিনীত প্রথম হিন্দি সিনেমা মুক্তি পাবে। এ ছবির ডাবিং শেষ করেছি। অচিরেই পোস্টারের ফটোশুটে অংশ নিব। আপাতত এই ছবিটি নিয়েই ব্যস্ততা আমার। নতুন কাজের জন্য কথা চলছে। তাই নিজেকে তৈরি করছি। সাবেক স্বামীর ঘটনার তদন্তে তাকে ঢাকায় ডাকা হয়েছিল কি-না জানতে চাইলে সিমলা বলেন, না। আমি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে দিয়েছি। আর আমাকে প্রশাসন থেকে তদন্তের স্বার্থে ডাকা হয়নি। ডাকলে যেতাম। আমি এবার এমনিতেই ঢাকায় যাব। মুম্বইয়ে কাজগুলো শেষ করেই ঢাকায় ফিরব। এন এ / ১৩ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TJtndN
March 13, 2019 at 04:57PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন