রায়গঞ্জ, ২০ মার্চঃ জমি বিবাদের জেরে বাবাকে বেধড়ক মারধর করল ছেলে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের লোহুজ গ্রামে। জখম ওই প্রৌঢ়ের নাম শফিকুল হক (৬৮), পেশায় ক্ষেত মজুর। স্থানীয় বাসিন্দারা জখম বৃদ্ধকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করে। তাঁর মাথায় গুরুতর চোট হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক। ছেলের অমানবিক আচরণে তার নামে থানায় লিখিত অভিযোগ করেছেন মা নুরজাহান বেগম।
জানা গিয়েছে, বাড়ির পাশে আড়াই বিঘা জমি নিয়ে যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত। দীর্ঘদিন ধরেই চলছিল জমি নিয়ে বিবাদ। এদিন বিকেলে বিবাদ চরম আকার নেয়। সেই সময় ছেলে ইমানুল হক বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে বৃদ্ধ বাবাকে। স্বামীকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে জখম হন নুরজাহান বেগমও। তবে রায়গঞ্জ মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় নুরজাহান বেগমকে। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে বেধড়ক মারধর করে বলে জানা গিয়েছে। বর্তমানে পলাতক অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TMrduY
March 20, 2019 at 08:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন