লেবানন থেকে বাবু সাহাঃ লেবাননের শেরাফিয়ে এলাকায় দেলোয়ার হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি জন্ডিস রোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরন করেছে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।সে কুমিল্লা জেলার লালবাগ গ্রামের আহমেদ আলীর সন্তান।পরিবারে তার মা-বাবা ও সহধর্মিনী সহ দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
জানা যায়, দেলোয়ার হোসেন ২০১৭ সালে ভিআইপি ক্লিনিং সার্ভিস নামে একটি কোম্পানীর ভিসায় লেবানন আসে এবং একজন বৈধ প্রবাসী ছিল।গত ১৫ দিন আগে সে জন্ডিস রোগে আক্রান্ত হলে প্রযোজনীয় চিকিৎসার অভাবে গতকাল ২৮ মার্চ সকালে না ফেরার দেশে চলে যায়।বর্তমানে তার মৃতদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে আছে।এদিকে এই প্রবাসীর অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।তার পরিবার বাংলাদেশ সরকার সহ বৈরুত দূতাবাসের কাছে আকূল আবেদন জানিয়েছে, যেন তার লাশ অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে পরিবারের কাছে ফেরৎ পাঠানোর ব্যবস্থা করা হয়।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2JONBzh
March 29, 2019 at 02:40AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.