ছয় ম্যাচের জন্য নির্বাসিত ইস্টবেঙ্গলের স্ট্রাইকার

কলকাতা, ৫ মার্চঃ রেফারিকে থুতু দেওয়ার অপরাধে ছয় ম্যাচের জন্য নির্বাসিত হলেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার জবি জাস্টিন। পাশাপাশি এক লক্ষ টাকার আর্থিক জরিমানাও দিতে হবে তাঁকে। আজ নয়াদিল্লিতে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা এই শাস্তির সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া গোকুলাম এফসি-র ফিলিপ ডি কোস্টাকে এক বছরের জন্য নির্বাসিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে আজকের সভায়। সঙ্গে দু’লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে।

যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল বনাম আইজল এফসি ম্যাচে জবি জাস্টিন থুতু দিয়েছিলেন করিমকে। রেফারির চোখ এড়ালেও পরে তা ক্যামেরায় ধরা পড়ে। ঘটনাটি সামনে আসতেই ইস্টবেঙ্গলের স্ট্রাইকারকে সাময়িক নির্বাসনে পাঠানো হয়েছিল। আজকের বৈঠকে শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা এই কাজের জন্য ন্যূনতম শাস্তির যা বিধান রয়েছে সেটাই বলবৎ করেন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CfMIJV

March 05, 2019 at 06:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top