একটা ব্যাপারে সব সময় স্বচ্ছ বলিউড সুপারস্টার আমির খান। আর সেটা হলো, নিজের সন্তানদের প্রতি অন্ধ ভালোবাসা দেখান না এ অভিনেতা। তাঁর তিন সন্তানজুনাইদ, ইরা ও আজাদ খান। ব্যক্তিগত জীবনের সঙ্গে পেশাকে মেলাতে চান না আমির। সন্তানেরা তাঁদের মেধা ও যোগ্যতা দিয়ে বেড়ে উঠবে, এমনটাই মত মিস্টার পারফেকশনিস্ট আমিরের। পেশা নির্বাচনের ক্ষেত্রে সন্তানদের ওপর কি প্রভাব বিস্তার করবেন, এমন প্রশ্নের জবাবে নির্মাতা-অভিনেতা আমির খানের উত্তর, কখনোই না। বি-টাউনের সবাই জানেন, বিখ্যাত পরিচালক রাজকুমার হিরানির একাধিক সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছেন আমিরের বড় ছেলে জুনাইদ। ২৫ বছর বয়সী জুনাইদ থিয়েটারে আগ্রহী। শিল্পের দিকে গভীর মনোযোগ তাঁর। কয়েকদিন আগে অভিনয়ে সম্ভাব্য অভিষেক নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন বড় ছেলে জুনাইদ খান। ওই প্রসঙ্গে সম্প্রতি আমির বলেন, যদি ছবির বিষয় ওর উপযোগী হয় এবং অডিশনে উত্তীর্ণ হয়, তবেই আমি বিবেচনা করব। যা হোক, জুনাইদ এখনো আমাকে এ ব্যাপারে কিছুই বলেনি। গত ১৪ মার্চ ছিল আমির খানের ৫৪তম জন্মদিন। ওইদিনও জুনাইদের ক্যারিয়ার নিয়ে মুখ খোলেন এ তারকা। বলেন, আমি মনে করি, এটা ওর ওপর নির্ভর করছে। সে তার নিজের জীবন নির্বাহ করবে, সিদ্ধান্ত নেবে নিজেই। সৃজনশীল কাজে নিবেদিত সে, থিয়েটারও করছে। খুবই মেধাবী, কিন্তু আমি বলব সে যেন নিজেই নিজের পথ বেছে নেয়। ছোট ছেলে আজাদকে নিয়েও সম্প্রতি কথা বলেন আমির খান। অদ্বৈত চন্দন পরিচালিত তাঁর পরবর্তী প্রযোজনা লাল সিং চাড্ডায় কি শিশুচরিত্রে অভিনয় করবে আজাদ? গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে আমির হেসে বলেন, আমি এসব নিয়ে ভাবিইনি। সত্যি বলছি, যদি আমার কাস্টিং ডিরেক্টর পরামর্শ দেন এবং অডিশনে আজাদ উত্তীর্ণ হয়, তবেই তা হতে পারে। আমার নিজের প্রযোজিত ছবিতেও সন্তানদের অডিশনে উত্তীর্ণ হতে হবে। সে যা-ই হোক, বড় ছেলে জুনাইদকে নিয়েই বলিউডে জল্পনা তুঙ্গে। তবে পেশার ক্ষেত্রে সন্তানবাৎসল্য মেলাতে চান না এ তারকা। নির্মাতা-প্রযোজক করণ জোহরের জনপ্রিয় ও বিতর্কিত টিভি শো কফি উইথ করণ-এও আমির খান বলেছিলেন, তাঁর সন্তান জুনাইদ ও ইরা বলিউডে প্রবেশ করতে ইচ্ছুক। তবে সাফ জানান, সেই ক্ষমতা যদি জুনাইদের না থাকে তবে বাবা হয়েও সক্রিয়ভাবে সাহায্য করবেন না। সূত্র : ডিএনএ এমএ/ ১১:৪৪/ ২৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uzRr4K
March 29, 2019 at 05:56PM
29 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top