ঢাকা, ০৭ জানুয়ারি- ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করছে ইংল্যান্ড ওয়েলস। বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় এ আসরটি হবে দ্বাদশ আয়োজন। আগামী ৩০ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। ক্রিকেটের এই মহাযজ্ঞে এবারের আসরে বাংলাদেশের চাওয়া টা একটু বেশিই। সেই অনুযায়ী টাইগাররা একটু একটু করে এগোচ্ছে। গত আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে বাংলাদেশ। এবার চেষ্টা গতবারের থেকেও আরও সামনে যাওয়ার। বর্তমানে জাতীয় দল টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করলেও ঘরের মাঠে চলছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এই লিগকে জাতীয় দলের খেলোয়াড়দের (যারা দলের বাহিরে রয়েছেন) বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে মানছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আবাহানী দলের কোচ। সুজন বলেন, ব্যাসিকেলি প্রিমিয়ার লিগের খেলা গুলো ভালো উইকেটে খেলা হয়। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হয়। যদিও ইংল্যান্ডের উইকেট ব্যাটিং সহায়ক হবে তবে বোলিংটা একটু বাউন্সার হতে পারে। তারপরও আমাদের মিরপুরের উইকেট খারাপ না ফতুল্লা তে আমার ততটা যাওয়া হয় না তবে লাস্ট একটা অনুশীলন ম্যাচ দেখতে গিয়েছিলাম আমার কাছে খারাপ মনে হয় নি। আর বিকেএসপিতে সবসময় উইকেট ব্যাটিং সহায়ক থাকে। আসলে ম্যাচ খেলাটা একটা প্র্যাকটিস ৫০ ওভারের ম্যাচ খেলে অভ্যাস বাড়িয়ে তোলা। তিনি আরও বলেন, বোলাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা ওয়ার্ল্ড কাপে কি করতে চাই সেটা মাথায় রেখে বোলারদের এখান থেকে যে উন্নত গুলো করা দরকার তা এই লিগ থেকে করা সম্ভব। ব্যাটসম্যানরাও সে ক্ষেত্রে যদি লম্বা ইনিংস খেলে রান করে তাহলে এখান থেকে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। যার কারণে বিশ্বকাপের আগে দারুন হবে। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ০৭ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2HkjuMZ
March 08, 2019 at 12:23AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন