টরন্টো, ২৯ মার্চ- কানাডার ম্যানিটোবায় একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে গত ২৪ মার্চ ইউনিভার্সিটি অব ম্যানিটোবার মাল্টিপারপাস হলে তহবিল সংগ্রহ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ম্যানিটোবা বাংলাদেশ ভবন করপোরেশনের তত্ত্বাবধানে এবং কানাডা-বাংলাদেশ অ্যাসোসিয়েশন (সিবিএ) ও ইউনিভার্সিটি অব ম্যানিটোবা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কানাডা থেকে সংবাদটি জানিয়েছেন ইউনিভার্সিটি অব ম্যানিটোবার রিসার্চ ফেলো ড. হেলাল মহিউদ্দীন। অনুষ্ঠানে কানাডা কেন্দ্রীয় সরকারের দুইজন এমপি, প্রাদেশিক সরকারের একজন এমএলএ, একাধিক নগর প্রতিনিধি, ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশিষ্টজন এবং অভ্যাগতরা প্রকল্পটির ভূয়সী প্রশংসা করেন এবং সাফল্য কামনা করেন। প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল মানুষের শ্রদ্ধা জানানোর সুবিধার্থে শহীদ মিনারটি আন্তর্জাতিক ভাষা ফলক রূপে ব্যবহৃত হবে। ঊল্লেখ্য, ২০১২ সাল থেকে কানাডার ম্যানিটোবা প্রদেশের রাজধানী শহর উইনিপগে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের ভাবনা শুরু হয়। ২০১৭-২০১৮ সনে নগর প্রশাসনে প্রকল্প উপস্থাপন, স্থাপত্য নকশা অংকন, সংযোজন-বিয়োজন, সম্ভাব্যতা ও সক্ষমতা যাচাই, প্রতিবেশ-বান্ধবতা যাচাই, প্রকল্প অনুমোদন, সাইট নির্ধারণসহ সকল দাপ্তরিক আনুষ্ঠানিকতা নির্বাহ করা হয়। ২০১৮ সালে উইনিপেগ নগর কর্তৃপক্ষ রিচমন্ড ওয়েস্ট এলাকার কার্কব্রিজ পার্কের সর্বাধিক নান্দনিক স্থানটি মিনার নির্মাণের জন্য বরাদ্দ দেয়। একটি ছোট হংসপুকুরের পাড়ে সুউচ্চ ঢিবিযুক্ত স্থানটিই বরাদ্দ দেয়া হয়। স্থান অনুদানের বাইরে নগর কর্তৃপক্ষ ২৫ হাজার ডলার অনুদান প্রদানের ঘোষণা দেয়। এই নির্মাণ কাজের প্রকল্প ব্যয় ধরা হয়েছে কানাডীয় মুদ্রায় ১ লাখ ২০ হাজার ডলার। নগর আইন অনুযায়ী, ব্যয়ের সিংহভাগ বিশ্বজুড়ে বাংলাদেশি এবং বিদেশিদের অরাজনৈতিক ব্যক্তিগত আর্থিক সহায়তার মাধ্যমে নির্বাহ করতে হবে। মিনার কম্পাউন্ডে কুড়িটি সুদৃশ্য আসন থাকবে। ২ হাজার কানাডীয় ডলার অনুদান প্রদানের মাধ্যমে ব্যক্তি, ব্যক্তিবর্গ, সমিতি, সংগঠন, প্রতিষ্ঠান একেকটি আসন ক্রয় করতে পারবেন। আসনগুলোতে দাতাদের নাম খোদাই করা থাকবে। তাছাড়াও যে কেউ ক্ষুদ্র অংকের অনুদান প্রদান করে নিজেদের নাম খোদিত সুদৃশ্য স্মারক ক্রয় করতে পারবেন। এপ্রিল থেকে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমেও প্রকল্প ব্যয়ের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশি শিশু-কিশোর, গায়ক-গায়িকা, আবৃত্তিশিল্পী ও নৃত্যশিল্পীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেন। কানাডা-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি মিসেস নাসরিন মাসুদ এবং বাংলাদেশ ভবন করপোরশনের সভাপতি খাজা আব্দুল লতিফ পৃথিবীর সকল প্রান্তের বাংলাদেশিদের এই প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদানে এগিয়ে আসার আকুল আবেদন জানান। আর এস/ ২৯ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Oxgfnb
March 29, 2019 at 10:03PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার
07 Oct 20200টিপেনসিলভানিয়া, ৭ অক্টোবর- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজন...আরও পড়ুন »
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত
05 Oct 20200টিকেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) ন...আরও পড়ুন »
নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে হট্টগোল
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংল...আরও পড়ুন »
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সম...আরও পড়ুন »
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীর শতাধিক বাড়ি
02 Oct 20200টিবার্লিন, ০২ অক্টোবর- নিজের জমানো টাকায় কিশোর বয়স থেকে ব্যবসা শুরু করে জার্মানিতে এখন শতাধিক বাড়ির ম...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.