কলকাতা, ২৫ মার্চ- পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে এলাকাবাসীর প্রত্যাশা ছিল তুঙ্গে। কেউ কেউ ভেবেছিলেন নুসরাত পুরোদস্তুর রাজনৈতিক নেতার চেনা চিত্রনাট্য থেকে একটু সরে গিয়ে মঞ্চে হয়তো দুএক কলি গান গাইবেন বা তার অভিনীত জনপ্রিয় কোনও সিনেমার সংলাপ বলবেন। বাস্তবে কিছুই ঘটল না। বদলে তারা নুসরাতের থেকে শুনলেন, আপনাদের উপস্থিতিতে আমার মন ভরে গেল। ডাকলেই হাজির হব। গত কয়েক বছর ধরে বসিরহাটের বাদুড়িয়া শহরে আয়োজিত হচ্ছে সম্প্রীতির মেলা। সেখানে গত বছরের শিল্পী তালিকায় ছিলেন নুসরাত। এলাকাবাসীর মতে, নাচে-গানে-সংলাপে মাতিয়ে দিয়েছিলেন অনুষ্ঠান-মঞ্চ। কিন্তু সে বার পয়সা খরচ করে টিকিট কেটে অনেকেই নুসরাতকে দেখতে যেতে পারেননি। সেই সব হতাশ গ্রামবাসীর প্রত্যাশা ছিল, অনুষ্ঠান-মঞ্চের অভিনেত্রী নুসরাতকে দেখা না গেলেও ভোট-মঞ্চের নেত্রী নুসরাত তাদের মন ভরিয়ে দেবেন। রবিবার অসংখ্য মানুষ ভিড়ও জমিয়েছিলেন বাদুড়িয়ার এলএমএস হাইস্কুল মাঠে আয়োজিত তৃণমূলের কর্মীসভায়। সমবেত সমর্থকেরা নুসরাতকে টানা অনুরোধও জানাচ্ছিলেন, দিদি একটা গান করুন। যাওয়ার আগে অনন্ত একটা সংলাপ শোনান। আবেদনে সাড়া দেননি নুসরাত। সূত্র: আনন্দবাজার আর এস/ ২৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ut3nFf
March 25, 2019 at 07:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top