চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ দাউদ হোসেনের বিদায় সংবর্ধণা

জেলা সর্বোচ্চ বিদ্যাপিঠ চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজে অধ্যক্ষ প্রফেসর দাউদ হোসেনের অবসরজনিত কারণে বিদায় সংবর্ধণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে বিদায় অনুষ্ঠানে কলেজের বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন বিভাগ, সাধারণ শিক্ষার্থী, কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেয়া হয় বিদায়ী অধ্যক্ষ প্রফেসর দাউদ হোসেনের হাতে।
কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শংকর কুমার কুন্ডু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, অধ্যক্ষ প্রফেসর দাউদ হোসেনের সহধর্মীনি খালিদা নার্গিস, শিক্ষক পরিষদের সম্পাদক ওবাইদুল হক, কলেজের অধ্যাপক মিঞা মো. নুরুল হক, সহকারী অধ্যাপক মোসা. ফাতেমা পারভীন ও আনোয়ারুস সাহাদত, সহযোগি অধ্যাপক ড. আমিনুল ইসলাম, ড.  আব্দুর রউফ, অব. শিক্ষক শাহ আলম, শিক্ষক আমিরুল ইসলাম, প্রভাষক হাসনেয়াতুন নেসা। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক লুৎফুন নাহার লীনা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের ছাত্র মো. শাখাওয়াত হোসেন। বক্তারা অধ্যক্ষ প্রফেসর মো. দাউদ হোসেনের দীর্ঘদিনের শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এসময় কলেজের শিক্ষকগণ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মো. দাউদ হোসেনের হাতে শুভেচ্ছা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৩-১৯


from Chapainawabganjnews https://ift.tt/2VHUGTc

March 07, 2019 at 12:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top