রায়গঞ্জ, ২৬ মার্চঃ মনোনয়ন দাখিল করলেন রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী দেবশ্রী চৌধুরী। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ রায়গঞ্জের দেবীনগর এলাকার একটি কালী মন্দিরে পুজো দিয়ে শহরের কসবা মোড় এলাকায় দলীয় সমর্থকদের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর কসবা মোড় থেকে বিশাল মিছিল করে রায়গঞ্জ শহর সংলগ্ন জেলা শাসক দপ্তরে হাজির হন। মনোনয়নপত্র দেওয়ার আগে তিনি বলেন, জয়ের ব্যাপারে তিনি ১০০% নিশ্চিত। যে তিনটি দল তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে সেই দলের কেউই প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। সুতরাং উত্তরবঙ্গ তথা উত্তর দিনাজপুর জেলার প্রান্তিক মানুষদের কষ্টের কথা লোকসভায় তুলে ধরতে পারার জন্যই তাঁকে নির্বাচিত করা হোক। এদিন তিনি আরও বলেন, কেন্দ্রের একাধিক প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য বাস্তবায়িত হয়নি। আর তার মাশুল গুনছেন জেলাবাসীরা। এমইসের নামেও ভাওতা দিয়েছে কংগ্রেস। পাঁচ বছরে সিপিএমের সাংসদ মহম্মদ সেলিম কোন কাজই করেননি। উত্তরবঙ্গের মানুষ চিকিৎসা ব্যবস্থা থেকে এক প্রকার বঞ্চিত। উত্তরবঙ্গবাসির জন্য সুচিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতেই জেলাবাসীর কাছে আবেদন আমাকে সাংসদ করে পাঠান যেন জেলাবাসীর উন্নয়ন করতে পারি।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TzdvGw
March 26, 2019 at 03:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন