ঢাকা, ২৭ মার্চ- বিশ্বকাপের দল ঘোষণা হতে পারে আগামী কিছুদিনের মধ্যেই। আগামী ১৮ এপ্রিল ঘোষণা করা হতে পারে বিশ্বকাপের দল। কারা থাকছেন বিশ্বকাপের দলে, এ নিয়ে জ্বল্পনা-কল্পনার শেষ নেই। অনেকেই নিজস্ব চিত্র তৈরি করে ফেলছেন এ নিয়ে। তবে, মিরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন প্রদর্শনী ম্যাচ দেখতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি একটা রূপরেখা দাঁড় করিয়ে দিয়েছেন বাংলাদেশ দল নিয়ে। ধরে ধরে তিনি বলে দিলেন, কারা কারা থাকছেন বিশ্বকাপে বাংলাদেশ দলে। বিশ্বকাপে দল কেমন হতে পারে? এ প্রশ্ন নয়, বিসিবি সভাপতির কাছে জানতে চাওয়া হয়েছিল সাত নম্বরে কে থাকবেন তা নিয়ে। তখন বিসিবি সভাপতি কথা বলতে বলতে পুরো দলটাই বলে দিলেন। নাজমুল হাসান পাপন বলেন, সাত নম্বরে যদি দেখেন কে কে আছে, সাইফুদ্দিন আছে, মিরাজ আছে,সাব্বির আছে। আবার সৌম্য অনেক সময় নিচে নামতে পারে। কে খেলছে সেটা আমি এখনো জানি না। যদি ধরেন তামিম আর লিটন যদি ওপেন করে তাহলে তিন নম্বরে সাকিব খেলার সম্ভাবনা খুব বেশি। ও ওখানে খেলতে চায়। চারে তো মুশফিক। পাঁচে মিঠুন বা এ রকম কেউ একজন। ছয়ে রিয়াদ। সাতে তখন সৌম্য আসতে পারে। এছাড়া আছে সাব্বির। এখন সাব্বির আছে, সাইফুদ্দিন আছে। কারণ তিন পেসার তো খেলাবে। মোস্তাফিজ আর মাশরাফি তো কনফার্ম। আরেকটা পজিশনের জন্য রুবেল আছে। তাসকিন আছে। একটা স্পিনার যদি খেলাতে হয় মিরাজকে নিতে হয়। এর বাইরে কি থাকতে পারে। এর বাইরে মোসাদ্দেক থাকতে পারে। আরেকটা পেসার নেওয়ার আমি কোন কারণ দেখি না। ব্যাটসম্যান হিসেবে সাত-আটের কথা ভাবলে মোসাদ্দেক আসতে পারে। আর তো জায়গা দেখি না। ওপেনার তো অলরেডি তিনজন আছেই। ওখানে চতুর্থ ওপেনার নেওয়ার কারণ নেই। চার-পাঁচ-ছয় বুকড। এখানেই পুরো একটি দল দাঁড় করিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি। দুই ওপেনার তামিম, লিটন, সঙ্গে সাকিব, মুশফিক, মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির/সৌম্য/সাইফউদ্দিন/মিরাজ, মাশরাফি, মোস্তাফিজ, রুবেল/তাসকিন। এখানেই হয়ে গেলো ১৪জন। ১৫ জনের দল করলে সেখানে থাকবে মোসাদ্দেক হোসেন সৈকতের নাম। তাহলে তো বিশ্বকাপে ১৫ জনের দল দাঁড়িয়েই গেলো। সুতরাং, বিশ্বকাপে বাংলাদেশ দলে তাহলে কোনো চমক থাকছে না? প্রশ্ন করা হলো বিসিবি সভাপতিকে। তিনি বললেন, চমকের বিষয় এখানে না। আমরা ১৫ জনের একটা দল বানাব। আপনি যদি নামগুলো দেখেন তাইলেই তো বুঝবেন। এরপরক্ষণেই আবার পুরো দল ঘোষণা করে দিলেন তিনি। বিসিবি সভাপতি বলেন, তামিম আর দুই ওপেনার। আমি ধরে নিচ্ছি সৌম্য, লিটন খেলে তাহলে তো শেষ (ওপেনার কোটা)। সাকিব, মুশফিক, রিয়াদকে তো আপনি বাদ দিতে পারেন না। তাহলে ছয়জন শেষ। আর আসেন তিনটা ফাস্ট বোলার- তাহলে মোস্তাফিজ, মাশরাফি, রুবেল আছেই। এরপর অন্তত একটা বেশি তো নিতেই হবে। কারণ পেসাররা চোটে পড়ে। তাহলে তাসকিন আর সাইফুদ্দিন চলেই এল। তাহলে এগারো হয়ে গেল। স্পিনার নিতে হবে মিরাজ তো নিতে হবে। বারোজন হলো। মিডল অর্ডারে ব্যাকআপ নিতে হবে, সেখানে মিঠুনের নাম আছে, সাব্বির আছে। সুতরাং, নতুন কারো সম্ভাবনা একেবারেই নেই। তিনি বলেন, এভাবে দেখতে পারেন আর তো সুযোগ নেই। এর বাইরে নতুন কারো সম্ভাবনা খুবই কম। আমি বলছি না যে হবে না। কারণ আজকেও আমরা কথা বলছিলাম যে কিছু করা যায় কিনা, কিছু করা যায় কিনা। ডোমেস্টিকে যতই ভাল করুক না কেন একটা নতুন ছেলে ইন্টারন্যাশনালে খেলা বিরাট পার্থক্য। উপমহাদেশে যদি হতো তাও এক কথা। কাজেই যে যতই ভাল করুক হুট করে এসে একদম বিশ্বকাপ খেলে ফেলবে এই সম্ভাবনা খুবই কম। অর্থ্যাৎ, প্রিমিয়ার লিগে টানা তিন সেঞ্চুরি করে এনামুল হক বিজয় যে সম্ভাবনা জাগিয়ে তুলেছেন, তাতে তার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিলেন বিসিবি সভাপতি। বিসিবি সভাপতির মাথায় ঘরোয়া লিগের বিষয়টাও আছে। বিজয়রা যে ভালো খেলেছেন সেটা তিনিও জানেন। যে কারণে, দল তৈরি করতে কিছুটা বেগ পেতে হবে নির্বাচকদের, সেটাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, আমি মনে করি একটা সমস্যা হবে, সেটা ভালো সমস্যা। আগে যেমন দল করা কঠিন ছিল, এখন অনেক অপশন। তারপরও ডোমেস্টিকে...। কারণ ডমেস্টিকের সঙ্গে আন্তর্জাতিকের অনেক ফারাক। এখন পর্যন্ত যা খেলা হয়েছে, বিজয় পর পর তিন সেঞ্চুরি করেছে, অসাধারণ। তারপর ফরহাদ ত টি-টোয়েন্টিতে সুপার খেলেছে। এরপর জহুরুল ভাল করছে, মোসাদ্দেক ভাল করছে। ইয়াসির রাব্বি ভাল করছে। শান্ত ভাল করছে। তবে পেসারদের নিয়ে কিছুটা চিন্তিত বিসিবি সভাপতি। তিনি বলেন, আমাদের একটাই ঘাটতি, যেটা মনে করছি পেসারদের গতি কম। রুবেলের কিছুটা আছে। সাইফুদ্দিন, মোস্তাফিজের অতটা না। তাসকিনের পেস আছে। ও যদি লাইন-লেন্থ ঠিক রাখতে পারে তাহলে ও ভাল অপশন। লেগ স্পিনার যে নেই সেটা নিয়েও কিছুটা হা-হুতাশ কাজ করছে বিসিবি সভাপতির মনে। তবে এখন তো আর সময় নেই কিছু করার। তিনি বলেন, আর লেগ স্পিনার। প্রত্যেকটা দেশ যদি দেখেন সবার একটা করে লেগ স্পিনার আছে। বাংলাদেশ একমাত্র দেশ যাদের কোন লেগ স্পিনার নেই। কথা হয়েছে এই নিয়ে। এক্ষুনি নিতে পারব না। কিন্তু দুচারজনকে আমরা রেডি করতে চাই যাতে আগামী বছর তাদের আমরা টেস্ট করতে পারব। বিসিবি সভাপতির মতে বাংলাদেশ দলটা দাঁড়াচ্ছে এমন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ এবং মোসাদ্দেক সৈকত। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WofgZ3
March 27, 2019 at 04:57PM
27 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top