মুম্বাই, ১০ মার্চ- ভারতের পুলওয়ামায় আধাসামরিক সেনা হত্যার প্রতিবাদে পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতের যুদ্ধবিমান। গত কয়েকদিন এ নিয়ে ছিল বেশ আলোচনা। তবে ভারতীয়দের কেউ কেউ বিমান হামলাকে বিশ্বাসযোগ্য মনে করছেন না। প্রমাণ চাইছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা। বলিউড অভিনেতা অক্ষয় কুমার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। বিষয়টি নিয়ে তিনি লেখেন, এ ধরনের আচরণ না করে আমাদের এখন উচিৎ সেনাদের মনোবল বাড়ানো। প্রশ্ন করে অক্ষয় বলেন, যারা বিমান হামলার প্রমাণ চাইছেন, তাদের এটা করা উচিত হচ্ছে না। সেনাকর্মীরা আমাদের নিরাপত্তার জন্য সীমান্তে জাগ্রত থাকেন, আমাদের জন্য নিজেদের প্রাণ বিসর্জন দেন। তাদের পরাক্রম নিয়ে কারও কোনও প্রশ্ন করা উচিত নয়। বিমান হানার প্রমাণ চাওয়া ঠিক নয়, সেনারা তাদের পরিবার ছেড়ে যান যাতে আমরা শান্তিতে থাকতে পারি, তাদের কাছে আমরা কীভাবে প্রমাণ চাইছি? অক্ষয় বহুদিন ধরে সেনা ও আধাসামরিক বাহিনীর কর্মীদের জন্য কাজ করছেন, সংঘর্ষে প্রাণ হারানো সেনা পরিবারের সাহায্যে তিনি এগিয়ে থাকেন। নিহত সেনাদের সাহায্যার্থে ভারত সরকারের সঙ্গে তিনি খুলেছেন ভারত কে বীর অ্যাপ। এখানে যেকেউ মৃত সেনা পরিবারবর্গকে আর্থিক সাহায্য পাঠাতে পারেন। আরএস/ ১০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VPI78f
March 10, 2019 at 04:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top