পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন। ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন যে ভূমিকা রেখেছেন তার নেতৃত্বগুনে মুগ্ধ বুমবুম খ্যাত আফ্রিদি। নিজের অফিসিয়াল টুইটারে আফ্রিদি লেখেন, ক্রাইস্টচার্চের হামলার ঘটনায় অসাধারণ নেতৃত্ব দেখিয়েছেন আর্ডার্ন। গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুই মসজিদে নামাজের সময় নির্বিচারে গুলি চালিয়ে অর্ধশত মানুষকে হত্যার দায়ে শ্বেতাঙ্গ জঙ্গি অস্ট্রেলীয় ব্রেন্টন ট্যারেন্টের (২৮) বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে। এই হামলা নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, হামলাকারীকে এ ঘটনায় উপযুক্ত মূল্য দেওয়া হবে। যদি নিউজিল্যান্ড কিছু না করে তাহলে অন্য যে কোনো উপায়ে এর মূল্য পরিশোধ করা হবে। ক্রাইস্টচার্চে হামলার সময় জঙ্গি ট্যারেন্ট ফেসবুকে হামলার ঘটনাটি সরাসরি সম্প্রচার করেছিলেন। এরদোগানের ওই নির্বাচনী সমাবেশে সেই ভিডিও ফুটেজটিও দেখানো হয়। এমএ/ ০২:৩৩/ ২১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Y9xAXw
March 21, 2019 at 08:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top