মুম্বাই, ০৪ মার্চ- ভারতীয় গোয়েন্দা সংস্থাকে বলা হয় র। আগামী মাসে মুক্তি পাবে এই গোয়েন্দা সংস্থারই এক কর্মকর্তাকে নিয়ে সিনেমা রোমিও আকবর ওয়াল্টার। মূল চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম। দর্শকরা অধীর আগ্রহে বসে আছেন এই সিনেমার অপেক্ষায়। ভারতে গোয়েন্দা গল্প নিয়ে প্রায় প্রতিবছরই সিনেমা নির্মাণ হয়। এসব সিনেমার প্রতি দর্শক আগ্রহটাও কম থাকে না। এসব সিনেমা সবসময়ই যে সুপারহিট হয় তা নয়, তবে আলোচনায় থাকে। আলোচনার পাশপাশি কিছু সিনেমা আছে ব্লকবাস্টার হিটও। এই ধাচে মূলত দুই ধরনের সিনেমা হয়েছে। কখনো নায়ক, কখনো নায়িকা হয়েছেন গোয়েন্দা বাহিনীর সদস্য। ছবিতে নেই কোনো নাচ-গান, নেই অবান্তর যৌনতা। ছিল না একটিও আইটেম গান। এমনকি নায়িকার দেহসৌষ্ঠব দেখানোর আদেখলাপনাও নেই। বলিউডি মসলাহীন ছবি যে মুম্বাই ছবির দুনিয়ায় তৈরি করা সম্ভব, সেটা এক দশক আগেও কার্যত ভাবা যেত না। যেটা দেখিয়েছেন জন আব্রাহামের মাদ্রাজ ক্যাফে। একটি পলিটিক্যাল সিনেমা। ছবির প্রযোজকও জন নিজেই। ছবিতে জন ভারতের সামরিক গুপ্তচর সংস্থা র-এর একজন এজেন্ট। তাঁর গোপন অপারেশনগুলো নিয়েই এগিয়ে যায় ছবির গল্প। কাহানি সিনেমায় বিদ্যা বালান করেছেন এমন চরিত্র। সুজয় ঘোষের সিনেমাটি বিদ্যা বালানকে চিনিয়েছে নতুন করে। লন্ডন থেকে ভারতে এক নারী আসে তার স্বামীর খোঁজে। যে কিনা তার সন্তানের বাবা। প্রেগনেন্ট মহিলা খুজে বের করতে তার স্বামীকে। যে কিনা আসলে অপরাধী। আর সেজন্যই তাকে খুঁজে বের করে। এটাই হলো কাহানির থ্রিল। হিট সিনেমা রাজি। ১৯৭১ সালের যুদ্ধের সময়ের এক সত্য ঘটনা অবলম্বেনে নির্মিত হয়েছে ছবিটি। আলিয়া ভাট সেহমাত চরিত্রটায় অভিনয় করেছেন। যিনি একজন র এর এজেন্ট। যে কিনা এক পাকিস্তানি আর্মি অফিসারকে বিয়ে করে সংবাদ সংগ্রহের জন্য। তাপসী পান্নুর নাম শাবানা সিনেমাটিও জনপ্রিয় হয়েছিল। সিনেমায় দেখানো হয়েছে একজন সাধারণ নারীকে কিভাবে গোয়েন্দা বাহিনীর সদস্য করা হয়। শাবানা চরিত্রে তাপসী পান্নু প্রশংসা পেয়েছে। কবির খানের ফ্যান্টম সিনেমায় অভিনয় করেছেন সাইফ আলী খান ও ক্যাটরিনা কাইফ। এক আর্মি অফিসারকে দায়িত্ব দেওয়া হয়। সে পাকিস্তানে গিয়ে সেখানকার এক জঙ্গিকে হত্যা করে। এছাড়াও বলিউডে অসংখ্য গোয়েন্দা ভিত্তিক সিনেমা নির্মাণ হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্যভাবে বলা যায়, আজান, বেবি, ব্যাং ব্যাং,কমান্ডো, এক থা টাইগার, মিশন ইস্তাম্বুল, বিশ্বারুপম,গ্যাংস্টার ইত্যাদি। এইচ/১৯:৫২/ ০৪ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2GZrR14
March 05, 2019 at 01:56AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.