দিল্লিতে পুলিশকর্মীকে অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ, গ্রেফতার ৩

নয়াদিল্লি, ২২ মার্চঃ হোলি উৎসবের মধ্যেই পুলিশের এক সাব-ইন্সপেক্টরকে কোপানোর অভিযোগ উঠল কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির রাজৌরি গার্ডেন এলাকায়। ঘটনায় অভিযুক্ত পরশ, আংগ্রেজ সিং এবং আনন্দ সিং নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাব-ইনস্পেক্টর অমিত কুমার হোলি উপলক্ষ্যে তাঁর পরিবারকে নিয়ে বেরিয়েছিলেন। সেই সময় তাঁর গাড়িতে কয়েকজন যুবকের রং দেওয়াকে কেন্দ্র করে বচসার শুরু হয়। তারা অমিত কুমারকে কুপিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভরতি করা হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। জানা গিয়েছে, ঘটনায় অভিযুক্ত তিনজনই মদ্যপ অবস্থায় ছিল। ঘটনার তদন্ত চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Cz0WWf

March 22, 2019 at 06:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top