১১ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করল শ্রীলঙ্কা

রামেশ্বরম, ২৪ মার্চঃ জলসীমা অতিক্রম করার অভিযোগে ১১ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করল শ্রীলঙ্কার নৌবাহিনী। নিদানথিভু দ্বীপের কাছ থেকে তাঁদের আটক করা হয়। এরপর তাঁদের শ্রীলঙ্কার করাইনগর নৌসেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

তামিলনাড়ুর রামেশ্বরমের বাসিন্দা এই ১১ জন মৎস্যজীবীদের দুটি নৌকাও আটক করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। অভিযোগ, নৌকা নষ্ট করার পাশাপাশি ৫০টি মাছ ধরার জালও নষ্ট করা হয়েছে। মৎস্যজীবীদের কাছে জিপিএস সিস্টেম রাখা থাকে। সেগুলিও তাঁরা বাজেয়াপ্ত করেছে বলে অভিযোগ। এমনকি, ওই এলাকায় মাছ ধরতে আসা প্রায় ৫০০টি ভারতীয় মৎস্যজীবীদের নৌকা শ্রীলঙ্কার নৌবাহিনী জোর করে ফেরত পাঠিয়ে দেয় বলে অভিযোগ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HP74gp

March 24, 2019 at 10:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top