ইয়াবা ফেন্সিডিলসহ ৮ কোটি টাকার বিভিন্ন মাদক ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে উদ্ধার হওয়া প্রায় ৮ কোটি টাকা মূল্যের মাদক দ্রব্য ধ্বংস করেছে বিজিবি। বিভিন্ন সময় এসব মাদক দ্রব্য উদ্ধার করেছিল চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৫৩ ও ৫৯ ব্যাটালিয়ন।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী তীরের বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম সালাহ উদ্দিন, ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সরোয়ার, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।
মাদককে না বলুন শ্লোগানকে সামনে রেখে আয়োজিত মাদক দ্রব্য ধ্বংস অনুষ্ঠানে মাদকাসক্ত বন্ধুর সংস্পর্শে এসে কারো সন্তান যেন মাদকের নেশায় জড়িয়ে না পড়তে পারে সে ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানানো হয়।
পরে, প্রায় ৫৫ হাজার বোতল ফেন্সিডিল, ২৮ হাজার পিস ইয়াবা, আড়াই হাজার বোতল মদসহ বিভিন্ন মাদক দ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদক দ্রব্যে মূল্য ৭ কোটি ৯৪ লাখ টাকা বলা হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৩-১৯


from Chapainawabganjnews https://ift.tt/2SMuVzf

March 05, 2019 at 05:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top