কলকাতা, ২৮ মার্চ- ২০১৯-এর মহাযুদ্ধের আগে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যের দখল কার হাতে থাকবে, কে হবে সুপার পাওয়ার তা নিয়ে চর্চা চলছে সর্বক্ষণ। কান পাতলেই শোনা যাচ্ছে লোকসভা ভোটের আলোচনা। আর বিভিন্ন সংস্থাও নেমে পড়েছে জনমত সমীক্ষায়। তেমনই বেসরকারি এক টিভি চ্যানেলের সমীক্ষায় উঠে এল লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল। সমীক্ষায় আভাস বাংলায় ৪২টি আসন। তার মধ্যে ৪২-এ ৪২-এর টার্গেট রেখেছে তৃণমূল। বিজেপিও কম যায় না, তারা এবার অন্তত ২২-২৩টি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে। এই অবস্থায় কী হতে চলেছে ফলাফল, তার আভাস দিল এবিপি নিউজের জনমত সমীক্ষা। সেই জনমত সমীক্ষা তৃণমূলের পক্ষে সুখবর এনে দিল তৃণমূল কংগ্রেস ২০১৪ সালেও লোকসভা ভোটে প্রবল মোদী হাওয়া ছিল। সেই নির্বাচনে মোদী হাওয়া উড়িয়ে বাংলায় তৃণমূল একাই ৩৪টি আসনে জয়ী হয়েছিল। ২০১৯-এও রাজ্যের দখল থাকবে তৃমমূলের হাতে এমনটাই উঠে এসেছে এবিপি নিউজের জনমত সমীক্ষায়। এবার রাজ্যে তৃণমূলের আসন বাড়বে বলেই মনে করছে এই জনমত সমীক্ষা। তৃণমূল কংগ্রেস পেতে পারে ৩৮টি আসন। অর্থাৎ এবার তারা চারটি বেশি আসন দখল করতে পারে। বিজেপি বিজেপি এবার বাংলায় উত্থান ঘটাতে চাইছে। সেই লক্ষ্যে বিজেপি ২৩টি আসনের টার্গেট নিয়ে এগোচ্ছে। কিন্তু এবিপি নিউজের সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে তিনটি আসন। অর্থাৎ গতবারের থেকে একটি বেশি। ২০১৪ সালের নির্বাচনে প্রবল মোদী হাওয়ার মধ্যেও মাত্র দুটি আসন পেয়েছিল বিজেপি। এবার তা একটু বাড়তে পারে বলেই সমীক্ষায় আভাস। কংগ্রেস ২০১৪ সালে কংগ্রেস বাংলায় চারটি আসনে জিতেছিল। একক লড়ে সেই জয় হাসিল করেছিল তারা। কিন্তু তৃণমূলের একের পর এক ধাক্কায় কংগ্রেসের প্রাপ্তি এবার অন্তত তিনটি কমে যেতে পারে। ২০১৯-এর নির্বাচনে কংগ্রেস মাত্র একটি আসন পেতে পারে বলে মনে করছে জনমত সমীক্ষা। বামফ্রন্ট আর এবার বাংলায় প্রাপ্তির ভাণ্ডার শূন্য হতে পারে বামফ্রন্টের। ২০১৪ সালে বামফ্রন্ট তথা সিপিএম পেয়েছিল দুটি আসন। ২০১৯-এর তাদের একটি আসনও জেতার আশা নেই বলে মত এই জনমত সমীক্ষার। এবার কোনও আসনেই জিততে পারবে না সিপিএম বা বামফ্রন্ট। এমএ/ ০০:২২/ ২৮ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FwQE9K
March 28, 2019 at 06:37AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন