রায়গঞ্জ, ১৩ মার্চঃ অদ্ভুতদর্শন শিশুর জন্ম ঘিরে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জে। বুধবার সন্ধ্যায় অস্বাভাবিক চেহারার এক শিশুকন্যার জন্ম হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। শিশুটির শরীর দেখে মনে হচ্ছিল প্লাস্টিকের তৈরি। স্বাভাবিক ভাবেই সদ্যজাতটিকে দেখতে চিকিৎসক থেকে নার্স ও স্বাস্থ্যকর্মীরা ভিড় জমান। কেউ আমার পূজাও করেছেন। স্ত্রীরোগ বিশেষজ্ঞের মতে, জিনগত সমস্যার জন্য শিশুটি এরূপ আকার নিয়েছে। বিজ্ঞানের ভাষায় এই রোগটিকে বলা হয়, অ্যানেকেফেলি ডিফারমেশন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার পানিশালা এলাকার বাসিন্দা সুনু দাস প্রবল প্রসব বেদনা নিয়ে এদিন দুপুরে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি হন। সন্ধ্যা সাতটা নাগাদ ওই অদ্ভুত কন্যা সন্তানের জন্ম দেন সুনু দেবী। তবে জন্মের কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় শিশুটির।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2J6R37Q
March 13, 2019 at 08:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.