অক্সফোর্ডে জুড়ল ‘চাড্ডি’

নয়াদিল্লি, ২২ মার্চঃ অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে জায়গা করে নিল হিন্দি শব্দ ‘চাড্ডি’, অর্থাৎ অন্তর্বাস। অক্সফোর্ডের তরফে জানানো হয়েছে, অভিধানের সাম্প্রতিকতম সংস্করণে এই নতুন ভারতীয় শব্দ যুক্ত হয়েছে।
ব্রিটেনে চাড্ডি শব্দটি জনপ্রিয় করার মূলে রয়েছেন দুই ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা মীরা সায়াল এবং সঞ্জীব ভাস্কর। যাঁরা জনপ্রিয় হাস্যরসাত্মক টিভি অনুষ্ঠান ‘গুডনেস গ্রেশিয়স মি’-তে শব্দটি প্রায়ই ব্যবহার করে থাকেন।

অক্সফোর্ড অভিধানে চাড্ডি শব্দের অর্থ করা হয়েছে ছোট পাজামা বা শর্টস। তবে বর্তমানে তার অর্থ অন্তর্বাস বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির সাম্প্রতিক সংস্করণের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর জোনাথান ডেন্ট জানিয়েছে, প্রতিটি নতুন শব্দ অন্তর্ভুক্তির আগে তার খুঁটিনাটি গবেষণা করা হয়।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2YgualR

March 22, 2019 at 12:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top