তুফানগঞ্জ, ১০ মার্চঃ দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালজানী নদীর ব্রীজে সোলার লাইট লাগানোর কাজ শুরু হল। কিছুদিন আগেই দেওচড়াই গ্রাম পঞ্চায়েতে ৫৭ টি প্রকল্পের সূচনা করেন কোচবিহার জেলা পরিষদের সদস্য পঙ্কজ ঘোষ । সেই প্রকল্প গুলির মধ্যে অন্যতম হল কালজানী নদীর ব্রীজে আলোর ব্যবস্থা করা। প্রকল্প অনুযায়ী ২২ টি সোলার লাইট লাগানোর ব্যাবস্থা করা হবে। এই লাইট গুলি লাগাতে খরচ করা হবে প্রায় ৭ লক্ষ টাকা। বিষয়টি নিয়ে কোচবিহার জেলা পরিষদের সদস্য পঙ্কজ ঘোষ জানান, ‘ব্রীজে আলোর ব্যবস্থা হলে উপকৃত হবে সাধারণ মানুষ এবং যাত্রীরা। এতে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়বে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2XM9EcE
March 10, 2019 at 10:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন