ঢাকা, ১৯ মার্চ- সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের ব্রেইন টিউমারের অপারেশন। বিখ্যাত নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় সকাল ৬টায় অস্ত্রোপচার শুরু হয় রুবেলের। পুরো অস্ত্রোপচার শেষ হতে প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো সময় লেগেছে। এরই মধ্যে জ্ঞান ফিরে পেয়েছেন ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুবেলের সফল অস্ত্রোপচারের খবর জানিয়েছেন সিনিয়র সাংবাদিক এবং মোশাররফ রুবেলের ঘণিষ্ঠ বন্ধু এবং ক্রিকেটপাড়ার পরিচিত মুখ জাহিদ চৌধুরী। তিনি জানিয়েছেন এরই মধ্যে কথা বলাও শুরু করেছেন রুবেল। জাহিদ চৌধুরী লিখেছেন, আল্লাহ্র রহমতে মোশাররফ রুবেলের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এরই মধ্যে সে জ্ঞান ফিরে পেয়েছে, কথাও বলত পারছে। সবাই তার জন্য দোয়া করবেন। খবর পেয়ে জাগোনিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হয় রুবেলের ঘণিষ্ঠ বন্ধু জাহিদের সঙ্গে। তিনি এ প্রতিবেদককে বলেন, আজ (মঙ্গলবার) সকাল ছয়টায় অপারেশন শুরু হয়। প্রায় তিন-সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে। অপারেশনের পর যে টিউমারটা বের করা হয়েছে সেটা বায়োপসি করতে পাঠানো হয়েছে। সে রিপোর্ট পাওয়া যাবে তিন-চারদিন পর। বায়োপসি রিপোর্ট দেখেই পরবর্তী করণীয় সম্পর্কে জানা যাবে। এদিকে গতকাল (সোমবার) মোশাররফ রুবেলের স্ত্রী ফারজানা রুপা অস্ত্রোপচারের আগে তার স্বামীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফেসবুকে লিখেন, আমার স্বামী মোশাররফ রুবেল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে ভর্তি আছেন। ইনশাআল্লাহ্, বাংলাদেশ সময় কাল (মঙ্গলবার) সকাল ৬টায় তার অস্ত্রোপচার হবে। তার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করছি। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ct4TvB
March 19, 2019 at 06:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top