বামনহাটে ক্যান্সার ও পালস পোলিও বিষয়ক সচেতনতা সভা

বামনহাট, ৪ মার্চঃ দিনহাটা-২ নম্বর ব্লকের বামনহাট স্বাস্থ্যকেন্দ্রে পালস পোলিও এবং ক্যান্সার রোগ প্রতিরোধ বিষয়ক একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হল আজ। আগামী ১০ মার্চ দিনহাটা ২ ব্লক জুড়ে পালস পোলিও দিবস পালনের প্রস্তুতি এবং পালস পোলিও ও ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন দিনহাটা-২ নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ কেশব চন্দ্র রায়, জয়েন্ট বিডিও বিপ্লব কুমার ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র বর্মন, স্বাস্থ্য কর্মাধ্যক্ষা মুক্তি রায় সহ আরও অনেকে। এই আলোচনা সভায় আগামী ১০ মার্চ সারা ব্লক ব্যাপী যে পালস পোলিও কর্মসূচি পালন করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ কেশব চন্দ্র রায় ও অন্যান্যরা। সেই সাথে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি পালনে বিভিন্ন দপ্তরের দায়িত্বের কথা উল্লেখ করার পাশাপাশি এই কর্মসূচিকে সফল করতে সার্বিক সহযোগিতার আহ্বান জানান। এছাড়াও এই সভায় মারণরোগ ক্যান্সারের কারণ, ফলাফল ও ক্যান্সারের সম্ভাবনা হ্রাসের উপায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। ক্যান্সার সম্পর্কে আলোচনা করতে গিয়ে স্বাস্থ্য সম্পর্কে আরও বেশি সচেতন থাকার পাশাপাশি সঠিক স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষকে আরও সচেতন করার লক্ষ্যে স্বাস্থ্য বিষয়ক আলোচনাসভার আয়োজন করার জন্য সকলের কাছে আবেদন জানানো হয়। সেই সাথে ক্যান্সার রোগকে দূরীভূত করার লক্ষ্যে তামাক জাতীয় জিনিস থেকে দূরে থাকার পাশাপাশি শরীরচর্চা ও সু-অভ্যাস গড়ে তোলার  বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। আলোচনা সভার শেষে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে একটি মিছিল স্থানীয় এলাকায় পথ পরিক্রমা করে।

সংবাদদাতাঃ সঞ্জয় সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TbZwLH

March 04, 2019 at 06:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top