ফুটবল বিশ্বের দুই মহাতারকা ফুটবল মাঠে এক দশক ধরেই চিরশত্রু। মাঠের বাইরেও চলে কথার যুদ্ধ। কিন্তু এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসা না করে পারলেন না লিওনেল মেসি। পরশু রাতে হ্যাটট্রিক করে জুভেন্তাসকে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পৌঁছে দিয়েছেন রোনালদো। ওই ম্যাচে ৩ গোল করতেই হতো জুভেন্তাসকে। সেই দায়িত্ব একাই পালন করেন সিআর সেভেন। তাই তার প্রশংসা না করে পারেননি মেসি। বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর অবশ্য ভেবেছিলেন, অ্যাটলেটিকো মাদ্রিদই শেষ আটে যাবে। কারণ প্রথম লেগ ২-০ গোলে জেতায় এমনিতেই লড়াইয়ে এগিয়ে ছিল অ্যাটলেটিকো। কিন্তু রোনালদো এই হিসেব ভুল প্রমাণ করায় মেসি বিস্মিত। গত রাতে তার জোড়া গোলেই চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছে বার্সেলোনা। সতীর্থদের দিয়ে আরও দুই গোল করিয়েছেন। সেই ম্যাচ শেষেই এই আর্জেন্টাইন বলেন, পরশু রাতের জাদুকর ছিলেন রোনালদো। মেসি বলেন, ক্রিস্টিয়ানো ও জুভেন্তাস দারুণ খেলেছে। এটা ছিল বড় ধরনের চমক। ভেবেছিলাম অ্যাটলেটিকো বেশি শক্তিশালী। কিন্তু জুভেন্তাস এই বাধা টপকেছে আর রোনালদো ৩ গোল করে জাদুকরী রাত কাটিয়েছে! সিটি, জুভেন্তাস, আয়াক্স সবাই ভালো দল। লিভারপুলও মিউনিখে দারুণ খেলে জিতেছে। তাই শেষ আটে দুর্দান্ত লড়াই হবে। এমএ/ ০৪:১১/ ১৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EZ77U2
March 14, 2019 at 10:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top