ওয়েলিংটন, ১৬ মার্চ- নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট মনে করেন, ক্রাইস্টচার্চ হামলার পর কেউ এখন দেশটিকে নিরাপদ বলে গণ্য করবে না। শুধু ক্রিকেট নয়, যেকোনো খেলা আয়োজন করার ক্ষেত্রেই এখন নিউজিল্যান্ডকে অনিরাপদ ভাবা হবে। তিনি বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এর বিরূপ প্রভাব পড়বে। গোটা বিশ্বে খেলা আয়োজকদের মনোভাব পাল্টে যাবে। এখন সর্বত্রই পরিবর্তন আসবে। সবাই আগেভাবে আরও বেশি ভাববে। সফর করার ব্যাপারে চিন্তা করবে। ডেভিড হোয়াইট বিশ্বাস করেন, নিউজিল্যান্ডকে নিরাপদ আবাস হিসেবে এখন আর কেউ অভিহিত করবে না। আমরা অবশ্যই আমাদের নিরাপত্তার ব্যাপারে গভীরভাবে চিন্তা করার কথা জানান তিনি। ক্রাইস্টচার্চে মসজিদে নৃশংশ হামলার পর বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট বাতিল করা হয়েছে। দেশে ফিরে আসছেন টাইগাররা। সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল। শুধু তাই নয়, বর্বর এ হামলার জেরে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটও বন্ধ হয়ে গেছে। শুক্রবার হ্যাগলি পার্কে মসজিদ আল নূরে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি করে সন্ত্রাসীরা। এতে নিহত হন প্রায় অর্ধশতাধিক। সেই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলে বাংলাদেশ ক্রিকেটাররা। কয়েক মিনিট আগে তারা সেখানে পৌঁছলে বড় কিছু ঘটতে পারত। সূত্র: যুগান্তর এইচ/২০:৩৫/১৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2F9G5cm
March 17, 2019 at 02:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top