১৩টি আন্তর্জাতিক রুটে বিমান পরিসেবা বন্ধ করল জেট এয়ারওয়েজ

নয়াদিল্লি, ২৩ মার্চঃ দেনার দায়ে ডুবে জেট এয়ারওয়েজ। এমন অবস্থায় ৩০ এপ্রিল পর্যন্ত বাতিল করা হল আরও ১৩টি আন্তর্জাতিক রুটের বিমান চলাচল। পাশাপাশি বন্ধ করা হল বাড়তি আরও সাতটি বিমানের উড়ান।
কারণ, সংস্থার অবস্থা সংকটজনক। সব মিলিয়ে এই মুহূর্তে বসিয়ে দেওয়া হয়েছে জেট এয়ারওয়েজের ৫৪টি বিমান। সংস্থার সূত্রে খবর, কমিয়ে দেওয়া হয়েছে মুম্বই ও দিল্লি থেকে সাতটি আন্তর্জাতিক রুটের বিমান সংখ্যাও।
শুক্রবার সন্ধেবেলা স্টক এক্সচেঞ্জকে সংস্থার তরফে জানানো হয়েছে জেট লাইটের দুটি বিমানসহ অতিরিক্ত ৭টি বিমান বসিয়ে দেওয়া হয়েছে। বকেয়া টাকা না মেটানোর জন্যেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
এই আর্থিক সংকটের আগে প্রতিদিন জেট এয়ারওয়েজের ৬০০টি বিমান বিভিন্ন রুটে চলত। বর্তমানে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ১১৯টিতে। বর্তমানে দিল্লি থেকে আবু ধাবি, দামাম, ঢাকা, হংকং এবং রিয়াধে কোনো বিমান যাওয়া আসা করছে না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HNpDli

March 23, 2019 at 03:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top