দিসপুর, ১০ মার্চ- নীরব মোদির এক খুদে সংস্করণ ধরা পড়ল অসমে। রাজ্যে আরএসএসের ডাকাবুকো নেতা তথা অসম রাজ্য ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগম (এএসএসআইডিসি)এর ভাইস চেয়ারম্যান অমল বৈশ্য জেলে গেলেন ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, জাল নথির মাধ্যমে ৫০ লাখ টাকা প্রতারণার। অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজার আগেই আত্মসমর্পণ করেন। আরএসএস নেতাকে বাড়ি থেকে গ্রেপ্তার করেন ব্যুরো অফ ইনভেস্টিগেশন অফ ইকনমিক অফেন্স (বিআইইও)-এর তদন্তকারীরা। শনিবারই তাঁকে পাঠানো হয় জেলে। অভিযোগ, ভুয়ো নথি দাখিল করে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিবিআই) থেকে ৫০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন আরএসএস নেতা। মন্টু বৈশ্য নামে একজন দিনমজুরের নথি নাকি জমা দিয়েছিলেন তিনি। তাঁকে সহায়তা করেন ব্যাঙ্কের ম্যানেজার যাদব শীল। যাদব অবশ্য আগেই আত্মসমর্পণ করেন। বিআইইও সূত্রে খবর, বারবার নোটিস পাঠালেও এএসএসআইডিসির চেয়ারম্যান তাদের আমল দেননি। তাই এদিন তাঁর বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, শুক্রবারই অসমের চাকরি কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। চাকরি নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে সোচ্চার বিজেপিরই একটি অংশ। তাই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তদন্তের নির্দেশ দিতে বাধ্য হয়েছেন। আর তারপর দিনই ব্যাঙ্ক জালিয়াতির দায়ে আরএসএস কর্তা গেলেন জেলে। লোকসভা ভোটের আগে বেশ বেকায়দায় স্বচ্ছ প্রশাসনের দাবিদার বিজেপি। কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এদিন দাবি করেন, ১৪টির মধ্যে কংগ্রেস একাই পাবে ১০টি আসন। এদিকে দেশের সবচেয়ে মর্মান্তিক বিষমদ কাণ্ডের রেশ মিলিয়ে যাওয়ার আগেই অসমে ফের চোলাইয়ের শিকার ৩ জন। শনিবার মদে বিষক্রিয়ায় আমগুড়ির রন্টু চেতিয়া এবং গোলাঘাটের রাতুল দাস ও জিতু দাস প্রাণ হারান। নতুন করে এই মৃত্যুর ঘটনায় ফের রাজ্য সরকার আক্রমণের মুখে। এন এ / ১০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SVpVZ5
March 11, 2019 at 01:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top