চেন্নাই, ২৪ মার্চঃ প্রায়শই নিন্দুকেরা বলেন, একদিনের ক্রিকেটে ভারতের অধিনায়ক বিরাট কোহলি হলেও, আসল অধিনায়কত্ব করেন মহেন্দ্র সিং ধোনি। কিছুদিন আগেই কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন গৌতম গম্ভীর। আইপিএলের প্রথম ম্যাচে ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে বিরাট কোহলি মাঠেই এই সব সমালোচনার উত্তর দেবেন ভেবেছিলেন বেঙ্গালুরুর সমর্থকরা। কিন্তু কোথায় কী, চেন্নাইয়ের মন্থর উইকেটে ৭০ রানেই শেষ হয়ে গেল বিরাট ব্রিগেড। বেঙ্গালুরুর তারকাখচিত লাইন আপকে কার্যত দুমড়েমুচড়ে দিলেন দুই ‘বুড়ো ঘোড়া’ হরভজন সিং ও দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। দুই স্পিনারই তিনটি করে উইকেট পেয়েছেন। আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা নেন ২ উইকেট।
চিন্নাস্বামীতে টসে জিতে বোলিং নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক ধোনি। বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে নামেন বিরাট। তাঁর ব্যাট থেকে বড়ো রান দেখার আশায় ছিল সকলেই। কিন্তু ৬ রানের মাথায় হরভজনের বলে আউট তিনি। একা পার্থিব প্যাটেল (২৯) ছাড়া দাঁড়াতেই পারেননি এবি ডেভিলিয়ার্স, শিমরন হেটমায়ার, মইন আলিরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই শেন ওয়াটসনকে হারালেও ধীরেসুস্থে ব্যাট করতে থাকেন চেন্নাই ব্যাটসম্যানরা। ১৭ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেন তাঁরা। আম্বাতি রায়াডু ২৮ রান করেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JBmAiE
March 24, 2019 at 11:17AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন