ঢাকা, ১৩ মার্চ- জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সাদামাটা, মিষ্টভাষী মেহজাবিন চৌধুরী কেবল হাস্যোজ্জ্বল মুখচ্ছবি দিয়ে নয়, সাবলীল আর অনবদ্য অভিনয় দিয়েই দশের্কর হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি তৈরি করেছেন গ্রহণযোগ্যতাও। এছাড়াও নিজস্ব যোগ্যতা-দক্ষতা, দক্ষ অভিনয় দিয়েই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন তিনি। বলা হয়ে থাকে তার অভিনয়ে আলাদা মুগ্ধতা আছে। এ কারণেই খুব সহজেই দশের্কর মনে স্থান করে নিতে পেরেছেন তিনি। কিন্তু দেখতে সুন্দরী এই অভিনেত্রীর হঠাৎ এ কী হাল হলো, সমস্ত মুখজুড়ে কালো কালো দাগ দেখা দিল। শুধু তাই নয়, ফর্সা রঙও আড়াল হয়েছে কালো কাছে। কেন পাল্টে গেল তার সুন্দর রূপ! মেহজাবীন ভক্তদের ভয় পাবার কিছু নেই। আসলে এটি বাস্তব জীবনে নয়, নাটকের প্রয়োজনে রূপ বদল করেছেন মেহজাবীন। তার এমন চেহারার দেখা মিলবে বিইউ শুভর মেঘের বাড়ি যাবো নাটকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। এ বিষয়ে মেঘের বাড়ি যাবো নাটকের নির্মাতা বিইউ শুভ গণমাধ্যমকে বলেন, এই নাটকে একেবারে ভিন্ন একটি রূপে অপূর্ব-মেহজীবনকে দেখা যাবে। বিশেষ করে, মেহজাবীন গ্ল্যামারস লুক থেকে বেরিয়ে নতুন একটি চরিত্রে কাজ করছে। এ নাটকের শেষ দৃশ্যের শ্যুটিং করেছি। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে। তিনি আরও বলেন, এই জুটিকে নিয়ে এর আগে আমি ফার্স্ট লাভ নামের একটি নাটক নির্মাণ করেছি। কাজটি দর্শকমহলে দারুন প্রশংসিত হয়েছে। তাই তাদের নিয়ে আবার কাজ করলাম। আসছে পহেলা বৈশাখে মেঘের বাড়ি যাবো নাটকটি প্রচার হবে অনলাইনে। এন এ / ১৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2O00t3P
March 13, 2019 at 06:01PM
13 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top