জলপাইগুড়ি পুর এলাকায় বায়োগ্যাস প্ল্যান্টের পরিকল্পনা স্থগিত

জলপাইগুড়ি, ১ মার্চঃ জলপাইগুড়ি পুরসভার বায়োগ্যাস প্ল্যান্ট প্রকল্প আরও বড়ো আকারে করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এরজন্য আগের পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। জলপাইগুড়ি পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার চাইছে এই বায়োগ্যাস প্ল্যান্টটির অধীনে আশপাশের পুরসভা এবং পঞ্চায়েত এলাকাগুলোকে যুক্ত করতে। কোন কোন এলাকা এরমধ্যে আসতে পারে তা জানার জন্য সমীক্ষা করা হবে। সমীক্ষার জন্য ইতিমধ্যে একটি বেসরকারি সংস্থাকে দাযিত্ব দেওয়া হয়েছে।

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরিতে উদ্যোগী হয়েছিল জলপাইগুড়ি পুরসভা। এরজন্য রাজ্য সরকার জলপাইগুড়ি পুরসভাকে প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ করেছিল। এর পরেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে গাড়ি, বালতি, ডাস্টবিন কেনার পাশাপাশি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির জন্য জমি খোঁজা শুরু করে পুরসভা। জেলা প্রশাসনের কাছে জমির জন্য আবেদন জানায় পুর কর্তপক্ষ। জেলা প্রশাসন বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির জন্য শহর সংলগ্ন বালাপাড়া এলাকায় একটি জায়গার প্রস্তাব দেয়। কিন্তু বালাপাড়া এলাকার বাসিন্দারা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরিতে আপত্তি জানালে সেখান থেকে পিছু হটে পুর কর্তৃপক্ষ। পরবর্তীতে পুরসভা সিদ্ধান্ত নেয়, বালাপাড়ায় নিজস্ব ডাম্পিং গ্রাউন্ডেই বায়োগ্যাস প্ল্যান্টটি তৈরি হবে।

কিন্তু রাজ্য সরকার জলপাইগুড়ি পুরসভার এই বায়োগ্যাস প্ল্যান্ট প্রকল্পটিকে আরও বড়ো করে তৈরি করতে আগ্রহী বলে জানা গিয়েছে। সেখানে জলপাইগুড়ির পাশাপাশি ধূপগুড়ি এবং মাল পুরসভার আবর্জনাও আনা যায় কিনা সেই বিষয়ে ভাবনাচিন্তা চলছে। কারণ বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করলে সেটিকে নিয়মিত সচল রাখতে সেখানে প্রতিদিন প্রচুর পরিমাণে জৈব আবর্জনা দরকার হবে। পাশাপাশি বায়োগ্যাস প্ল্যান্ট চালাতে সরকারি অর্থও খরচও হবে। বায়োগ্যাস প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদুযৎ বিক্রি করে যাতে খরচ পুষিয়ে আনা যায়, তার জন্য বৃহৎ পরিকল্পনা নিতে চলেছে রাজ্য সরকার।

অপরদিকে, কীভাবে এই বায়োগ্যাস প্ল্যান্টটিকে চালানো হবে তার জন্য সমীক্ষা শুরু করেছে সরকার। সমীক্ষার জন্য একটি বেসরকারি সংস্থাকে ইতিমধ্যে দাযিত্ব দেওয়া হয়েছে সরকার থেকে। পাশাপাশি বায়োগ্যাস প্ল্যান্টটিকে যাতে দক্ষ লোক দিয়ে চালানো যায়, তার জন্য বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা চলছে। জলপাইগুড়ি মিউনিসিপ্যাল ইঞ্জিনিযারিং দপ্তরের কার্যনির্বাহী বাস্তুকার সুনীল ঘোরাই বলেন, জলপাইগুড়ি পুরসভার প্রস্তাবিত বায়োগ্যাস প্ল্যান্ট প্রকল্পটির কাজ আপাতত বন্ধ রয়েছে। সরকার চাইছে আশপাশের বেশ কয়েকটি পুরসভা এবং পঞ্চায়েত এলাকাকে নিয়ে একটি বড়ো ধরনের প্ল্যান্ট তৈরি করতে। এই প্রকল্পের পুরো বিষযটির উপর বর্তমানে কলকাতা থেকে সরাসরি নজরদারি চালানো হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GTfljF

March 01, 2019 at 02:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top