কলকাতা, ১২ মার্চ- লোকসভা নির্বাচন উপলক্ষ্যে এদিন রাজ্যের ৪২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। বেশ কিছু সাংসদকে বাদ নিয়ে নতুন মুখকে সুযোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস। আবার কিছু পুরনো ও বিশ্বস্ত মুখকে অন্য জায়গা থেকে তুলে এনে লোকসভা ভোটে লড়ার জন্য দাঁড় করিয়েছে। বাংলা বাদেও অন্য রাজ্যে তৃণমূল ভোটে লড়তে চলেছে বলে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। কোন কোন রাজ্যে কোন আসনে তৃণমূল লড়ছে তা দেখে নেওয়া যাক একনজরে। ঝাড়খণ্ড এই রাজ্যে দুটি কেন্দ্রে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। জামশেদপুর ও রাজমহল ও রাঁচিতে প্রার্থী দেওয়া হচ্ছে। জামশেদপুরে অঞ্জনা মাহাতো, মন্ডল হাঁসদা, সঞ্জয় কুমার পাণ্ডে আন্দামান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে দাঁড়াচ্ছেন অয়ন মণ্ডল। অসম অসম থেকে ছয়টি কেন্দ্রে প্রার্থী দিচ্ছে তৃণমূল। করিমগঞ্জ, শিলচর, ধুবড়ি, কোকরাঝার, বারপেতা, গুয়াহাটিতে ঘাসফুল চিহ্নে প্রার্থীরা লড়াই করবেন। করিমগঞ্জে চন্দন দাস, শিলচরে হিতব্রত রায়, ধুবড়িতে জনাব নুরুল ইসলাম চৌধুরী, কোকরাঝারে কমলা কান্ত দাইমারি, বারপেতায় আশাহক আলি দেওয়ান, গুয়াহাটিতে মনোজ কুমার শর্মা দাঁড়াচ্ছেন। বিহার বিহারের দুটি আসনে তৃণমূল প্রার্থী দিচ্ছে। কিষাণগঞ্জে জাভেদ ইসলাম খান ও মহারাজগঞ্জ সুনীল সিংকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশা ওড়িশায় দুটি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিচ্ছে। ভদ্রকে অগ্নি চরণ জেনা ও ভুবনেশ্বরে শুভ্রাংশু শেখর পধী প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন। এমএ/ ১১:০০/ ১২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ChOwlv
March 13, 2019 at 05:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top