নয়াদিল্লি, ৭ মার্চঃ ২০০ টাকা, ২০০০ টাকার নোটের পর এবার ২০ টাকার কয়েন আনতে চলেছে কেন্দ্র। বুধবার অর্থমন্ত্রকের তরফে জারি করা এক নোটিশে জানানো হয়েছে, পাঁচ ও দশ টাকার কয়েনের মতো বাজারে ২০ টাকার কয়েন আনা হবে। নতুন কয়েন হবে ২৭ মিলিমিটার ব্যসের। আর এটির গঠন হল ‘ডোডেকাগন’ অর্থাৎ ১২টি ভুজ থাকবে এই কয়েনের আকারে।
বর্তমানে প্রচলিত ১০ টাকার কয়েনটিও ২৭ মিলিমিটারের, তবে তার আকার বহুভুজ নয়। আর ১০ টাকার কয়েনের মত ২০ টাকার কয়েনের ধারগুলিতে কিছু আঁকা বা লেখা থাকবে না। তবে ১০ টাকার কয়েনের সঙ্গে চেহারায় মিল থাকবে। যেমন ১০ টাকার কয়েনের দুটি স্তর আছে, অর্থাৎ মাঝে এক রকম রঙ এবং ধারে আর এক রকম, ২০ টাকার কয়েনটিও হবে সে রকমই। ধারের দিকে থাকবে ৬৫ শতাংশ তামা, ১৫ শতাংশ দস্তা আর ২০ শতাংশ নিকেল। মাঝের দিকটা তৈরি হবে ৭৫ শতাংশ তামা, ২০ শতাংশ জিংক ও পাঁচ শতাংশ নিকেল দিয়ে। নতুন কয়েন চালু করা নিয়ে আরবিআই জানিয়েছে, নোটের থেকে কয়েন বেশি টেকসই। এগুলি দীর্ঘদিন ধরে চলতে থাকে। তাই নতুন কয়েন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://uttarbangasambad.com/finance-ministry-announces-new-rs-20-coin/
March 07, 2019 at 11:22AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন