অ্যাসিডে ঝলসে গেছে বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুখ। পুড়ে যাওয়া চামড়ার ভাঁজে হারিয়ে গেছে রানি ক্লিওপেট্রার মতো সৌন্দর্য। তবু সেই মুখে অনাবিল হাসি নিয়ে দিগন্তের দিকে তাকিয়ে দীপিকা। বলিউড সুন্দরীর এমন মলিন হাসির ছবিটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল। সোমবার (২৫ মার্চ) অ্যাসিডে ঝলসে যাওয়া দীপিকার ছবিটি প্রকাশ পায়। ছবিটি দেখেই চমকে ওঠেন ভক্তরা। ভক্তদের প্রশ্ন- কে, কীভাবে অ্যাসিডে ঝলসে দিল এই ভারতীয় সুন্দরীকে। তবে এ নিয়ে ভীত না হতে জানিয়েছেন অভিনেত্রী দীপিকা নিজেই। নিজের নতুন সিনেমার চরিত্রের স্বার্থে এমন মুখের মেকআপ নিয়েছেন তিনি। টুইটারে ছবিটি প্রকাশ করে ক্যাপশনে দীপিকা লিখেছেন- এই চরিত্রটি আমার সঙ্গে থাকবে সবসময়, মালতি। আজ থেকে শুটিং শুরু হলো। বলি বাবলের খবর, ছাপাক নামের সিনেমায় অ্যাসিডে ঝলসে যাওয়া নারী চরিত্রে অভিনয় করছেন দীপিকা। সিনেমাটির পরিচালনায় রয়েছেন ৬৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে রাজি সিনেমার জন্য সেরা পরিচালক মেঘনা গুলজার। জানা গেছে, সিনেমাটিতে ভারতে অ্যাসিড হামলার শিকার লক্ষ্মী আগারওয়ালের জীবনের গল্প উঠে আসবে। আর লক্ষ্মী চরিত্রে অভিনয় করবেন দীপিকা। এ ছবি দিয়ে প্রযোজক হিসেবেও নাম লেখালেন দীপিকা। অ্যাসিডে ঝলসে যাওয়া দীপিকা পাড়ুকোনকে দেখতে সিনেপ্রেমীদের অপেক্ষা করতে হবে ২০২০ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। এমএ/ ০৩:২২/ ২৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WohBDg
March 26, 2019 at 09:57PM
26 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top