খুলে গেল বীরপাড়ার ডিমডিমা চা বাগান

বীরপাড়া, ১১ মার্চঃ সোমবার থেকে খুলে গেল আলিপুরদুয়ারের বীরপাড়া থানার অন্তর্গত ডিমডিমা চা বাগান। ডানকানস শিল্পগোষ্ঠীর এই চা বাগানটি সম্প্রতি এসএস এনডিয়েভারস কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে। নয়া কোম্পানির হাত ধরেই খুলল চা বাগানটি। এদিন এসএস এনডিয়েভারস কোম্পানির মালিক অমিত আগরওয়াল ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের এপ্রিল মাসে ডিমডিমা চা বাগানটি অচল হয়ে পড়ে। ২০১৮ সালের ৯ মার্চ চা বাগানটি খুললেও ১৩ জুন রাতে মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যায়। এর কিছুদিন পর ডানকানস শিল্পগোষ্ঠী স্পষ্ট জানিয়ে দেয়, তারা ডিমডিমা চা বাগান চালাতে অপারগ। গত বৃহস্পতিবার শ্রম দপ্তরের তরফে আয়োজিত বৈঠকে নেওয়া সিদ্ধান্ত মোতাবেক ডানকানসের হাত থেকে অন্য কোম্পানির হাতে তুলে দেওয়া হয় ডিমডিমা চা বাগান।

সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হোসেন



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2u1RpCt

March 11, 2019 at 02:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top