করাচি, ৯ মার্চঃ পুলওয়ামা হামলায় শহিদ জওয়ানদের উদ্দেশে নানাভাবে সম্মান জানিয়েছে গোটা দেশ। ভারতীয় ক্রিকেটাররাও তাঁদের শ্রদ্ধা জানাতে দলগতভাবে সেনা টুপি পরে খেলতে নেমেছিল শুক্রবার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের এই ‘আচরণ’ নিয়ে এবার আইসিসি’র কাছে অভিযোগ জানাতে চলেছে পাকিস্তান।
পাকিস্তানের তথ্য-সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরি টুইট করে লিখেছেন, ‘এটা নেহাতই কোনও ক্রিকেট খেলা নয়। সেনা টুপি পরে ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দিচ্ছে ভারত!’ সেইসঙ্গে তিনি আরও লেখেন, ‘ক্রিকেটকে জেন্টেলম্যানস গেম বলা হয়৷ কিন্তু ফৌজি টুপি পরে মাঠে রাজনীতিতে নেমে পড়ল কোহলিরা৷ এই আচরণের তীব্র নিন্দা জানাই৷ ভারতের এই আচরণের জন্য আইসিসির কাছে কড়া শাস্তির দাবির পক্ষে পাক ক্রিকেট বোর্ডকে সওয়াল তুলতে জানাব।’
এখানেই থেমে থাকেননি পাক মন্ত্রী। হুমকির সুরে তিনি বলেন, ‘কোহলিরা ফৌজি টুপি পরে খেলা বন্ধ না করলে, কাশ্মীরে ভারতের দৌরাত্ম্যের কথা বিশ্ব দরবারে তুলে ধরতে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামবে পাক ক্রিকেটাররা।’
শুক্রবারের ম্যাচে টস করার সময় বিরাট কোহলি বলেছিলেন, ‘পুলওয়ামার শহিদদের সম্মান জানাতে ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে৷ এই ম্যাচের ম্যাচ ফি ন্যাশনাল ডিফেন্স ফান্ডে তুলে দেব, যাতে শহিদ জওয়ানদের সন্তানদের পড়াশোনায় কিছুটা সুবিধা হয়।’
“It’s just not Cricket”, I hope ICC ll take action for politicising Gentleman’s game … if Indian Cricket team ll not be stopped, Pak Cricket team should wear black bands to remind The World about Indian atrocities in Kashmir… I urge #PCB to lodge formal protest pic.twitter.com/GoCHM9aQqm
— Ch Fawad Hussain (@fawadchaudhry) March 8, 2019
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NSKNPG
March 09, 2019 at 06:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন