আস্থা ভোট জিততে মরিয়া, বিধায়কদের পাঁচতারা হোটেলে পাঠাল বিজেপি

পানাজি, ২০ মার্চঃ আজ গোয়া বিধানসভায় আস্থা ভোট। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে লড়াইয়ে নামছেন সদ্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া প্রমোদ সাওয়ান্ত। মনোহর পর্রিকরের মৃত্যুর পর কংগ্রেসের দাবি, তারা সংখ্যাগরিষ্ঠ। তাই তাদেরই গড়তে দেওয়া হোক সরকার। কিন্তু, মাঝ রাতে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় প্রমোদের নাম। রাত ২টোয় শপথ নেন তিনি। সূত্রের খবর, আজ আস্থা ভোটের আগে নম্বর সুরক্ষিত রাখতে শাসক জোটের বিধায়কদের একটি পাঁচতারা হোটেলে এনে রাখা হয়েছে।

৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় এখন ৩৬ জন বিধায়ক রয়েছেন। মনোহর পর্রিকরসহ দুই বিধায়কের মৃত্যু হয়েছে। ২ বিধায়ক কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। ৩৬ আসনের মধ্যে ১৪ জন রয়েছেন কংগ্রেসের। বিজেপির ১২ জন, শরিক গোয়া ফরওয়ার্ড পার্টি ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির থেকে ৩ জন করে বিধায়ক এবং ৩ নির্দল বিধায়ক। অর্থাৎ ১২+৯=২১ জন বিধায়ক রয়েছে বিজেপির হাতে।

বুধবার বেলা ১১.৩০টা নাগাদ বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছেন রাজ্যপাল মৃদুলা সিনহা। সেখানেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিজেপিকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HHihQg

March 20, 2019 at 12:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top