সুপারস্টার সালমান খানের হাত ধরে অনেক তরুণ অভিনেতাই বলিউডে প্রবেশ করেছেন। নবাগতদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য বেশ নাম আছে বলিউড ভাইজানের। সালমানের হাত ধরে অভিষেক হওয়ার পর অনেকে যেমন নিজের জায়গা পাকা করে নিয়েছেন, তেমনি হারিয়ে গেছেন অনেকে। আথিয়া শেঠি থেকে সুরজ পাঞ্চোলি , এক ঝলক দেখি সেইসব উঠতি সেনসেশনকে, যাদের মহাধুমধামে অভিষেক করিয়েছিলেন সালমান খান, কিন্তু পরে আর তেমন দেখা যায়নি। সুরজ পাঞ্চোলি আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাবের ছেলে সুরজ পাঞ্চোলি। সম্ভবত সবচেয়ে ধুমধামে হিরো সিনেমায় অভিষেক হয় তাঁর। ছবিটি প্রযোজনা করেছিলেন সালমান খান ও সুভাষ ঘাই। সম্পূর্ণ বিনোদনধর্মী গল্প, সুন্দর লোকেশনে শুটিং ও নাচে উম্মাতাল গান থাকা সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে এই তরুণ অভিনেতাকে পাকা জায়গা দিতে পারেনি ছবিটি। ওই ছবিটি মুক্তির চার বছর পেরিয়ে গেলেও সুরজ পাঞ্চোলিকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। সানা খান সালমান খান সঞ্চালিত জনপ্রিয় ও বিতর্কিত টিভি শো বিগ বস-এর প্রতিযোগী ছিলেন সানা খান। তিনি সালমানের অন্যতম প্রিয় প্রতিযোগী ছিলেন। সালমানের জয় হো সিনেমায় অভিনয় করছেন, এমন খবরে বিনোদন দুনিয়া কেঁপে উঠেছিল। আলোচনার কেন্দ্রে উঠেছিলেন সানা। কিন্তু ছবিতে তাঁর সংক্ষিপ্ত ও দ্যুতিহীন ভূমিকা ভক্তদের মন জয় করতে পারেনি। অবশ্য পরে কয়েকটি ছবিতে ছোট ভূমিকায় অভিনয় করেছেন সানা, তবে দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেননি। আথিয়া শেঠি বলিউড তারকা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। সালমান খানের প্রযোজনায় হিরো সিনেমায় অভিষেক হয় তাঁর। বেশ আশা জাগিয়েছিলেন এই তরুণী। কিন্তু শেষ পর্যন্ত দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেননি। যদিও তাঁকে মুবারকন সিনেমায় দেখা গেছে, কিন্তু পতিত ক্যারিয়ার থেকে উঠতে সহায়তা করবে, এমন কিছুই করতে পারেননি আথিয়া। স্নেহা উল্লাল ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে ব্রেকআপের পর পুনরায় বন্ধনে জড়ান সালমান খান। জীবনে দেখা মেলে স্নেহা উল্লালের মতো সুন্দরীর। দেখতেও ঐশ্বরিয়ার মতো ছিলেন স্নেহা। তা নিয়ে বহু খবর পত্রপত্রিকায় ছাপা হয়েছিল। যদিও এসব উড়ো খবর। এরপর সালমানের লাকি : নো টাইম ফর লাভ ছবিতে অভিষেক হয় স্নেহার। কিন্তু তাঁর পারফরম্যান্স দর্শকের মন জয় করতে পারেনি। এরপর স্নেহাকে ভাই সোহেল খানের বিপরীতে আরিয়ান ছবিতে আরেকটি সুযোগ দেন সালমান। কিন্তু সেই ছবিও তাঁর ক্যারিয়ারে কিছুই যোগ করতে পারেনি। আরও পড়ুন : পর্ন তারকা হচ্ছেন বাহুবলীর মা! সুন্দর হতে প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছেন? মুখ খুললেন সারা জারিন খান সালমান খান ও ক্যাটরিনা কাইফ যখন আলাদা হয়ে যান, ফের নতুন করে জীবন শুরু করেন সালমান। দেখা পান ক্যাটরিনার মতো দেখতে জারিন খানকে। নিজের বীর ছবিতে মহাধুমধামে জারিনকে অভিষেক করেন সালমান। দেখতে প্রায় ক্যাটরিনার মতো হলেও সিনেমায় কোনো বিস্ময় সৃষ্টি করতে পারেননি জারিন। এরপর হাতেগোনা কয়েকটি ছবিতে দেখা গেছে জারিনকে। ইদানীং আর দেখাও মেলে না। আরএস/ ১৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TFrRdt
March 14, 2019 at 04:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top