কালিয়াচকে উদ্ধার কার্তুজ ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার এক

কালিয়াচক, ১৫ মার্চঃ ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হল মালদার কালিয়াচক সীমান্তে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচক থানার চরিঅনন্তপুর এলাকার কামাত গ্রামে অভিযান চালায় পুলিশ। নেতৃত্বে ছিলেন কালিয়াচক থানার আইসি আশিস দাস। এক অস্ত্রকারবারির বাড়িতে তল্লাশি চালিয়ে ২১৩ রাউন্ড তাজা কার্তুজ ও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই অস্ত্র কারবারিকে।

মালদা জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সিকিম শেখ। কামাত গ্রামের বাসিন্দা। মূলত কার্তুজ বিক্রির ব্যবসা করে সিকিম শেখ। তার সঙ্গে কালিয়াচকের মজমপুরের অস্ত্র ব্যবসায়ীদের যোগাযোগ রয়েছে। সে কোথা থেকে ওই কার্তুজ এনে বিভিন্ন জায়গায় সরবরাহ করত তা জানতে ধৃতকে দফায় দফায় জেরা করছে কালিয়াচক থানার পুলিশ।

সংবাদদাতাঃ সেনাউল হক



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2u88FGb

March 15, 2019 at 02:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top