স্বাস্থ্যকেন্দ্রে আগুন, আতঙ্কিত রোগীদের উদ্ধার করলেন স্বাস্থ্যকর্মীরা

ডালখোলা ২১ মার্চঃ চিকিৎসাক ও স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রোগী ও তাঁদের পরিজনেরা। বুধবার গভীর রাতে স্বাস্থ্যকেন্দ্রের ইলেকট্রিক রুম থেকে বিকট আওয়াজের সঙ্গে সঙ্গে ধোঁয়া বেরতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্বাস্থ্যকেন্দ্রে ভরতি থাকা রোগী ও তাঁদের পরিজনেরা। স্বাস্থ্যকেন্দ্রের আলো নিভে যাওয়ায় আতঙ্ক ছড়ায় সকলের মধ্যে।  চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভরতি থাকা রোগী ও তাঁদের পরিজনদের দ্রুত বাইরে বের করে দেন। খবর দেওয়া হয় ডালখোলায় বিদ্যুৎ সংবহন কোম্পানির অফিসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডালখোলা থানার পুলিশ। বিদ্যুৎ দপ্তরের কর্মী রুস্তম আলী জানান, সঠিক রক্ষনাবেক্ষনের অভাবে বিদ্যুতের মিটারে আগুন লেগে যায়, যার দরুণ স্বাস্থ্যকেন্দ্রের আলো নিভে যায়।

রোগীর আত্মীয়রা বলেন, এক মূহূর্তের জন্য হলেও কলকাতায় আমরির ঘটনার কথা মনে পড়ে গিয়েছিল। তবে, চিকিৎসাকর্মীরা তৎপরতার সঙ্গে কাজ না করলে বড়ো বিপদ হতে পারত।

ছবিঃ আগুন লাগার পর স্বাস্থ্যকেন্দ্রের বাইরে চিকিৎসাকর্মী ও রোগীরা।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ThuvRG

March 21, 2019 at 10:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top