জম্মুতে বাসস্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণে মৃত বেড়ে ২

জম্মু, ৮ মার্চঃ জম্মুতে বাসস্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণে মৃত্যু হল আরও একজনের। শুক্রবার সকালে স্থানীয় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে মৃতের নাম মহম্মদ রিয়াজ(৩২)। বাড়ি অনন্তনাগ। রাত ১.১৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তার। এই নিয়ে গ্রেনেড বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল দুই।

বৃহস্পতিবার জম্মু বাসস্ট্যান্ডে একটি বাসের নিচে গ্রেনেড বিস্ফোরণটি হয়। মৃত্যু হয় একজনের। আহত হন ২৭ জন। গুরুতর আহত হন পাঁচজন। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

জম্মু ও কাশ্মীর পুলিশের আইজিপি মনীশ সিনহা বলেন, ‘ইয়াসির ভাট নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় সে দোষ স্বীকার করেছে। হিজবুল মুজ়াহিদিনের কুলগামের ডিস্ট্রিক্ট কমান্ডার ফারুখ আহমেদ ওরফে ওমর তাকে গ্রেনেড ছোড়ার নির্দেশ দেয় বলে সে জানিয়েছে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EPwwiG

March 08, 2019 at 05:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top