কলকাতা, ০২ মার্চ- ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পুলওয়ামা ঘটনা ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র প্রতিবাদ ও সমালোচনা করছে ক্ষমতাসীন দল বিজেপি। এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার যে, শুধুমাত্র রাজনীতি করবেন বলে একজন মুখ্যমন্ত্রী আমাদের দেশের সেনাবাহিনীর ওপর সন্দেহপ্রকাশ করছেন। গোটা জাতি এখন সেনাবাহিনীর পাশে রয়েছে। তেমন একটি সময়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের আমরা তীব্র বিরোধিতা করছি। খবর: এনডিটিভি শুক্রবার কলকাতায় বিজেপির জাতীয় মহাসচিব কৈলাশ বিজয়বর্গীয় এসব মন্তব্য করেছেন। অপরদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এটি অত্যন্ত নিন্দাজনক একটি ব্যাপার। একজন পাকিস্তানি নন, ভারতীয় রাজনীতিবিদই এয়ার স্ট্রাইকের সাফল্য নিয়ে সন্দেহপ্রকাশ করে প্রমাণ চাইছেন। এটা লজ্জাজনক। পাকিস্তানের বালাকোটে ভারতীয় সেনারা এয়ার স্ট্রাইক করে জইশ-ই-মোহাম্মদের ঘাঁটি গুঁড়িয়ে দেয়া নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেহপ্রকাশ করায় এসব মন্তব্য করেন তারা। দিলীপ ঘোষ আরও বলেন, এই বক্তব্য যদি একজন পাকিস্তানি রাজনীতিবিদ পেশ করতেন, তাহলেও না হয় আমরা বুঝতাম। কিন্তু একইসঙ্গে নিন্দারও ও লজ্জার ব্যাপারটি হল, একজন ভারতীয় রাজনীতিবিদ, তাও একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একটি প্রশ্ন তুলছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভারতীয় বায়ুসেনার পাকিস্তানের মাটিতে এয়ার স্ট্রাইকের ফল কী হলো- তার প্রকৃত তথ্য জানার অধিকার আছে দেশবাসীর। কয়েকটি বিদেশি সংবাদপত্রের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে মমতা বলেন, আমরা শুনেছি বোমাটা ঠিক জায়গায় পড়েনি, বোমাটা মিস হয়েছে এবং মানুষ মারা যায়নি। কেউ কেউ বলছেন, একজন মারা গিয়েছে। তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করেন, ভারতীয় বিমানহানায় ঠিক কজনের মৃত্যু হয়েছে? বোমাটা কী ঠিক জায়গায় পড়েছে? এন এ / ০২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TqwtDo
March 02, 2019 at 04:05PM
02 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top