কলকাতা, ০৪ মার্চ- মিল্লি অল আমিন কলেজের অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের লোকসভায় বিজেপির প্রার্থী হওয়ার সঙ্গে তাঁর বন্ধু শোভন চট্টোপাধ্যায়ের স্বার্থ জড়িয়ে রয়েছে৷ বিজেপি নেতা মুকুল রায়ের ফোন প্রসঙ্গে বৈশাখী নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি যা করবেন শোভন চট্টোপাধ্যায়ের ভালোর জন্যই করবেন৷ প্রাক্তন মন্ত্রী ও মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিজেপি প্রার্থী করতে চায় বল খবর৷ চারপাশের গুঞ্জন, শনিবার মুকুল রায় নাকি নিজে বৈশাখীকে ফোন করে প্রার্থী হওয়ার প্রস্তাব দেন৷ এব্যাপারের বৈশাখীকে জানতে চাওয়া হলে তিনি ফোনের প্রসঙ্গটি এড়িয়ে যান৷ ভোটে লড়তে রাজি কিনা সেই প্রশ্নের উত্তরে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, আমি যা করব, শোভন চট্টোপাধ্যায়ের ভালোর জন্যই করব। শোভন চট্টোপাধ্যায়ের ক্ষতি হোক, এমন কোনও কাজ আমি করব না। মুকুল রায়ের ফোনের পর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্য শুনে খুশি বিজেপি নেতাদের একাংশ৷ তাঁরা মনে করছেন, ঘুরিয়ে বিজেপির প্রস্তাবে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছেন বৈশাখী৷ তবে তৃণমূলের একটা অংশ এই যুক্তি মানতে নারাজ৷ তাদের বক্তব্য, বৈশাখী ভালই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় থাকাটাই শোভন চট্টোপাধ্যায়ের জন্য বেশি ভাল৷ তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা অংশ মনে করছে, নারদ-কাণ্ডের জেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে থাকা শোভন চট্টোপাধ্যায়ের এখন তৃণমূলের সঙ্গে দূরত্ব এবং বিজেপির কাছাকাছি থাকাটা অনেক বেশি নিরাপদ। তবে তৃণমূল সূত্রে যা জানা যাচ্ছে, তাদের কাছেও খবর আছে, বৈশাখীকে দিয়ে শোভন চট্টোপাধ্যায়ের কাছে সরাসরি পৌঁছতে চাইছে বিজেপি৷ তাই ঘাসফুল শিবিরও দলের সম্পদ শোভনের সঙ্গে দূরত্ব কমাতে চাইছে বলে খবর৷ উল্লেখ্য, সম্প্রতি জোকা বাসস্ট্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বার বার অনুরোধ জানানো হয়েছিল শোভনকে।এমনকি বৈশাখীকে মুকুলের ফোনের পর তাঁর বাড়িতে কয়েকজন তৃণমূল কাউন্সিলর গিয়েছিলেন বলে জানা গিয়েছে৷ এন এ / ০৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Ue62Ot
March 04, 2019 at 05:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top