ওয়েব ডেস্ক, ১৫ মার্চঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সশস্ত্র দুষ্কৃতীর বেপরোয়া গুলিতে একাধিক লোকের মৃত্যু হল। আহতের সংখ্যাও প্রচুর। তবে, ক্রাইস্টচার্চের পুলিশ এখনও হতাহতের সংখ্যা জানায়নি।স্থানীয় সূত্রে ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, ক্রাইস্টচার্চে আল নূর মসজিদ ও পাশের আরেকটি মসজিদে পরপর হানা দেয় সামরিক পোশাক পরা ওই দুষ্কৃতী। স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি ছুঁড়তে থাকে মসজিদে প্রার্থনায় আসা লোকজনকে লক্ষ্য করে। একজন না তার বেশি দুষ্কৃতী ছিল তা এখনও কিউই প্রশাসন জানাতে পারেনি। দুষ্কৃতীদের কাউকেও এখনএ কাবু করাও যায়নি।
শুক্রবার সকালে এই ঘটনায় সময় বাংলাদেশ ক্রিকেট দল ওই মসজিদে প্রার্থনা করতে গিয়েছিল। তবে, দলের সবাই অক্ষত রয়েছেন। ক্রাইস্টচার্চ পুলিশ নাগরিকদের বাইরে না বেরনোর জন্য বলেছে। গোটা শহরে আতঙ্কের পরিবেশ।
ছবিঃ অ্যাম্বুলেন্সে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জখম একজনকে। -সংগৃহীত চিত্র
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JoaR6G
March 15, 2019 at 10:41AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন