বড়শৌলমারিতে একগুচ্ছ কাজের সূচনা বনমন্ত্রীর 

ফুলবাড়ি, ১০ মার্চঃ মাথাভাঙ্গা-২ ব্লকের বড়শৌলমারির শাল্টিরডাঙ্গায় রবিবার একগুচ্ছ উন্নয়ন মূলক কাজের সূচনা করলেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। এর মধ্যে গুরুত্ব পূর্ণ একটি হল ফুলবাড়ি-ফালাকাটা পাকা রাস্তার জামুগুড়ি নালার সেতুর দক্ষিণ দিকে পশ্চিম পাড়ে পাথরের বাঁধ তৈরি। এখানে ৬০০ মিটার পাড় বাঁধ তৈরি করতে গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে খরচ হবে প্রায় ৫৮ লক্ষ টাকা। পাশাপাশি, পশ্চিম সিঙ্গিজানিতে তৈরি হবে ২৪০০ মিটারের একটি পাথরের রাস্তা। এর জন্য গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে খরচ হবে ৩৪ লক্ষ টাকা। এছাড়াও এদিন শাল্টিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান মঞ্চ থেকে গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি বিশ্রামাগার, দুইটি কংক্রিট ঢালাই রাস্তা সহ আরও কিছু কাজের সূচনা করেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। বনমন্ত্রী জানান, এরজন্য সমস্ত টাকা গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে খরচ হবে। বনমন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়শৌলমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাদেব বিশ্বাস, উপপ্রধান রবীন্দ্রনাথ বর্মন, হরিপদ মিত্র, যতীন্দ্র নাথ বর্মন প্রমুখ।

সংবাদদাতাঃ শ্রীবাস মন্ডল

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2VNvXgb

March 10, 2019 at 05:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top