ঢাকা, ২৬ মার্চঃ সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে সব রেকর্ড ভেঙে দিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন বাংলাদেশি নির্মাণকর্মী।
বাংলাদেশি এই যুবক পেশায় দিনমজুর, নির্মাণকর্মী। আপাতত মালয়শিয়াতে কর্মরত। হালকা রঙের চোখের মণি, মুখে এক অদ্ভুত নিস্তব্ধতা, ক্যামেরার লেন্সে সোজা তাকিয়ে যেন অনেক কিছু বলছেন। কিন্তু মুখে নয়, সবটাই তাঁর চোখে চোখে।
ছবিটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছেন নতুন এই ইন্টারনেট তারকা। ছবিটি প্রথম আবেদিনমুঙ্গ নামে এক ব্যক্তি ২১ মার্চ টুইটারে ছবিটি পোস্ট করেন। তার পর থেকে ছবিটি প্রায় ২৫ হাজার বার রিটুইট করা হয়েছে।
কুয়ালালামপুর নিবাসী ওই ফোটোগ্রাফার জানান, মালয়শিয়ার একটি নির্মাণকাজের সাইটে ওই ছবিটি তুলেছিলেন তিনি। তিনি লিখেন, ‘ছেলেটি খুব লাজুক। ও বুঝতে পারছিল না আসলে কোথায় তাকাতে হবে। কারণ ছবিটা একটা ফোনে তোলা হয়েছে। আমি অনেক করেও, ভালো ছবি তুলতে পারিনি। শেষ পর্যন্ত সেই লুক ধরা দিল, এবং আমি ছবিটা পেলাম। কী সুন্দর না?’
Portrait mode on pixel 2 XL, enhanced. pic.twitter.com/JeV3po63yg
— AbedenMung (@tkdnxv) March 21, 2019
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Fvjfw6
March 26, 2019 at 10:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন