কলকাতা, ১৯ মার্চঃ কংগ্রেসের জেতা চারটি আসন আপাতত ফাঁকা রেখে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বামেরা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই তালিকা প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এনিয়ে মোট ৩৮টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হল। ১৫ মার্চ প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে বামেরা।
২০১৯ লোকসভা নির্বাচনে বামেদের প্রার্থী তালিকাঃ
- দার্জিলিং- সমন পাঠক
- জলপাইগুড়ি-ভগীরথ রায় (CPI(M))
- কোচবিহার- গোবিন্দ রায় (AIFB)
- আলিপুরদুয়ার- মিলি ওরাঁও (RSP)
- রায়গঞ্জ-মহম্মদ সেলিম (CPI(M))
- বালুরঘাট-রণেন বর্মণ (RSP)
- মুর্শিদাবাদ- বদরুদ্দোজা খান (CPI(M))
- বোলপুর-রামচন্দ্র ডোম়
- শ্রীরামপুর-তীর্থঙ্কর রায়
- ঝাড়গ্রাম-দেবলীনা হেমব্রম
- কৃষ্ণনগর-শান্তনু ঝা
- হাওড়া-সুমিত অধিকারী
- ব্যারাকপুর-গার্গী চট্টোপাধ্যায়
- তমলুক-শেখ ইব্রাহিম
- কাঁথি-পরিতোষ পট্টনায়েক
- আসানসোল-গৌরাঙ্গ চট্টোপাধ্যায়
- রানাঘাট-রমা বিশ্বাস (CPI(M))
- বনগাঁ- অলোকেশ দাস (CPI(M))
- দমদম-নেপালদেব ভট্টাচার্য (CPI(M))
- বারাসত- হরিপদ বিশ্বাস (AIFB)
- বসিরহাট- পল্লব সেনগুপ্ত (CPI)
- জয়নগর-সুভাষ নস্কর (RSP)
- ডায়মন্ডহারবার- ডা. ফুয়াদ হালিম (CPI(M))
- যাদবপুর-বিকাশরঞ্জন ভট্টাচার্য (CPI(M))
- কলকাতা দক্ষিণ- নন্দিনী মুখার্জি (CPI(M))
- উলুবেড়িয়া- মাকসুদা খাতুন (CPI(M))
- হুগলি- প্রদীপ সাহা (CPI(M))
- আরামবাগ- শক্তিমোহন মালিক (CPI(M))
- ঘাটাল- তপন গাঙ্গুলি (CPI)
- মেদিনীপুর- বিপ্লব ভট্ট (CPI)
- পুরুলিয়া- বীর সিং মাহাতো (AIFB)
- বিষ্ণুপুর- সুনীল খাঁ (CPI(M))
- বর্ধমান পূর্ব- ঈশ্বরচন্দ্র দাস (CPI(M))
- বর্ধমান দুর্গাপুর- আভাস রায়চৌধুরি (CPI(M))
- বীরভূম- ডাঃ রেজাউল করিম
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2UKA0dg
March 19, 2019 at 05:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন