নাগপুর, ০৬ মার্চ- জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১১ রান। হাতে দুই উইকেট। আর বোলিংয়ে ছিলেন বিজয় শঙ্কর। তাতেই শেষের কীর্তি দেখিয়ে ভারতকে জয়ের আনন্দে ভাসালের বিরাট কোহলির বিশ্বস্ত বোলার। ওভারের প্রথম এবং তৃতীয় বলে টপাটপ দুই উইকেট তুলে কফিনের শেষ পেরেক ঠুকে দেন শঙ্কর। ম্যাচের ১০০-তম ওভারে ম্যাচ যখন সুতোয় ঝুলছিল তখন ঠিকই সেট হওয়া স্টোনিস এবং লায়নের বিপক্ষে শঙ্করকেই বেছে নেন ক্যাপ্টেন কোহলি। ৬৪ বলে ৫২ রানের তখন ব্যাট করছিলেন স্টোনিস। আর তাকে কিনা ওভারের প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলে ম্যাচ নিয়ন্ত্রণে আনেন ভারতীয় বোলার। এরপর দিনের সফল বোলার জাম্পা নামেন লায়নকে সঙ্গ দিতে। দুই রান নিয়ে জানান দেন ভালো কিছুর। কিন্তু তৃতীয় বলেই বোল্ড হয়ে খেলার নিষ্পত্তি টানেন। যার ফলে ৫ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। এর আগে নাগপুরে প্রথমে ব্যাটিং করে কোহলির শতকের (১১৬) ওপর ভার করে ২৫০ রান সংগ্রহ করে ভারত। ম্যাচটিতে রোহিতের বিদায়ের পর ধাওয়ানকে সঙ্গ দিতে মাঠে নামেন ক্যাপ্টেন। শিখর ধাওয়ানকে নিয়ে গড়েন ৩৮ রানের জুটি। ২৯ বলে ২১ রান করে আউট হয়ে যান শিখর ধাওয়ান। এরপর আম্বাতি রাইডুও ফিরে যান ৩২ বলে ১৮ রান করে। অসিদের সাঁড়াসি বোলিংয়ের সামনে ৭৫ রানে ৩ উইকেট হারায় ভারত। প্রবল চাপের মুখে পড়ে যায় ভারতের ব্যাটিং। এ সময় বিজয় শঙ্করকে নিয়ে ৭৯ রানের দারুণ এক জুটি গড়ে তোলেন বিরাট কোহলি। যদিও দলীয় ১৫৬ রানের মাথায় বিজয় শঙ্কর আউট হয়ে যান ব্যক্তিগত ৪৬ রান করে। এরপর কেদার যাদব করেন মাত্র ১১ রান এবং মহেন্দ্র সিং ধোনি মারেন গোল্ডেন ডাক। শেষ দিকে রবীন্দ্র জাদেজা ৪০ বলে ২১ রানের ধৈয্যশীল ইনিংস খেলার কারণে বিরাট কোহলি ৪০ তম সেঞ্চুরির মাইলফলকে পৌঁছে যান বিরাট কোহলি। শেষ পর্যন্ত দলীয় ৪৮তম ওভারের প্রথম বলেই ১১৬ রান করে আউট হয়ে যায় বিরাট কোহলি। ভারতও শেষ পর্যন্ত স্কোরবোর্ডে তুলতে পারলো কেবল ২৫০ রান। এমএ/ ০২:৪৪/ ০৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2C67GKO
March 06, 2019 at 08:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top