ঢাকা, ০২ মার্চ- ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা এখন সুস্থ আছেন। আগের চেয়ে শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। সুস্থ হয়েই তিনি নাটক দিয়ে অভিনয়ে ফিরেছেন। আরটিভিতে প্রচারিত লাকি থার্টিন নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। আজ শনিবার (২ মার্চ) থেকে আবারও শুটিং শুরু করছেন এই অভিনেত্রী। রাজধানীর ৩০০ ফিটে এখন শুটিং করছেন তিনি। লাকি থার্টিন ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করছেন অহনা। এটি নির্মাণ করছেন ফরিদুল হাসান। এরইমধ্যে দর্শকের মধ্যে ধারাবাহিকটি দারুণ সাড়া ফেলেছে। শুটিংয়ে ফেরা নিয়ে অহনা বলেন, এখন আমি আগের থেকে কিছুটা সুস্থ আছি। তবে এখনও পুরোপুরি সুস্থ নই। পুরোপুরিভাবে ঠিক হতে আরও তিন মাস সময় লাগবে। একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকতে পারি না। সমস্যা হয়। বেশকিছু দিন অসুস্থ থাকার কারণে অনেক কাজ জমা পড়ে আছে। অনেক কাজের ডেট দেওয়া ছিল। এমনিতেই অনেক ক্ষতি হয়েছে কাজের। এখন যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করব। লাকি থার্টিন ছাড়াও বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে অহনা অভিনীত একাধিক ধারাবাহিক নাটক। উল্লেখযোগ্য ধারাবাহিকগুলো হলো রসের হাঁড়ি, নোয়াশাল, ভালোবাসা কারে কয়, ছায়াবিবি, সালিশ মানি তাল গাছ আমার ও কমেডি-৪২০। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি পুরান ঢাকায় একটি অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে নিজে ড্রাইভ করে উত্তরার বাসায় ফিরছিলেন অভিনেত্রী অহনা। উত্তরা লেকড্রাইভ রোডের ৭ নম্বর সেক্টরে পৌঁছলে রাত সোয়া ৩টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক অহনার গাড়িকে চাপা দেয়। সেই সময় পাথরবোঝাই একটি ট্রাক তাকে গুরুতর আহত করে। তার পর থেকে চিকিৎসাধীন আছেন তিনি। মাঝে শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। তবে এখন অনেকটা সুস্থ আছেন। সুত্র : বিডি২৪লাইভ এনএ / ০২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SFHjkJ
March 03, 2019 at 01:12AM
02 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top