হায়দরাবাদ, ০২ মার্চ- ভারতের মাঠে খেলতে নেমে ২৩৬ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার উসমান খাজা। শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস জিতে প্রথমে ব্যাটিং করে সফরকারী অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে কোনো রান সংগ্রহ করার আগেই অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেট হারায় অস্ট্রেলিয়া। যশপ্রিত বুমরাহর বলে উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ফিঞ্চ। তিনে ব্যাটিংয়ে নামা মার্কস স্টইনিসকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান অন্য ওপেনার উসমান খাজা। এরপর সময়ের ব্যবধানে উইকেট পড়ে গেলে চ্যালেঞ্জিং স্কোর গড়া সম্ভব হয়নি অস্ট্রেলিয়ার। ৫৩ বলে ৩৭ রান করে ফেরেন স্টইনিস। ৭৬ বলে এক ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ৫০ রান করে ফেরেন উসমান। শেষ দিকে গ্লেন ম্যাক্সওয়েলের ৫১ বলে গড়া ৪০, অ্যালেক্স কেয়ারির ৩৭ বলের অপরাজিত ৩৬ ও কোর্টনিলের ২৭ বলে গড়া ২৮ রানে ভর করে ২৩৬ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে মোহাম্মদ সামী, কুলদীপ যাদব ও যশপ্রিত বুমরাহ দুটি করে উইকেট শিকার করেন। সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৩৬/৭ (উসমান ৫০, ম্যাক্সওয়েল ৪০, কেরি ৩৬*)। এমএ/ ০৭:২২/ ০২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EpYJfS
March 03, 2019 at 01:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top